উত্তরপ্রদেশের গঙ্গায় মরদেহ ফেলে ভারতে দূষণ ছড়ানো হচ্ছে অভিযোগ মমতার
কলকাতা : আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের ১০ রাজ্যের ডেপুটি কমিশনারদের সঙ্গে কোভিড পরিস্থিতি নিয়ে ভিডিও কনফারেন্স করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অফিসারদের নিয়ে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী গ্রামের কোভিড পরিস্থিতি নিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। গরিব ও পরিযায়ী শ্রমিকদের রেশন সহ সব ব্যবস্থা করার কথা বলেন। তিনি গুজবে কান না দেওয়া ও ভ্যাকসিন নিয়ে দুর্নীতি বন্ধে কড়া পদক্ষেপ করার কড়া নির্দেশ দেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, প্রধানমন্ত্রী আমন্ত্রণ করে একটি কথা বলতেও দিলেন না। উপস্থিত দেশের মুখ্যমন্ত্রীর অপমান করলেন। এই বৈঠককে সুপার ফ্লপ বলে ব্যাখ্যা করেন। যে গঙ্গা নদীতে মানুষ পূজা করে জল খায় সেই গঙ্গা নদীতে উত্তরপ্রদেশে করোনা আক্রান্ত মরদেহ ফেলে দূষিত করা হচ্ছে। আজ বৈঠকে উত্তরপ্রদেশের প্রতিনিধিকে এই মরদেহ সম্পর্কে একটি কথাও বললেন না প্রধানমন্ত্রী। মমতা অভিযোগ করেন মরদেহ
গঙ্গায় ফেলে সারা দেশে দূষণ ছাড়ানো হচ্ছে। পশ্চিমবঙ্গে কথায় কথায় কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়। সিবিআই পাঠানো হয়। মরদেহ ফেলে পবিত্র গঙ্গাকে দূষিত করা হচ্ছে। তখন কেন পাঠানো হচ্ছে না? মমতা বলেন, দেশের ১৪০ কোটি মানুষকে ভ্যাকসিন দিতে ৩০/৩৫ হাজার কোটি টাকা প্রয়োজন। অথচ এই টাকা খরচ করে দিল্লিতে নির্মাণ কার্য চলছে। তিনি ২০ হাজার কোটি টাকার সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের দিকে আঙ্গুল তুললেন। মমতার অভিযোগ খণ্ডন করে রাজের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যখন সাংবাদিক সম্মেলন করে তখন বিরোধীদের একটা কথা বলতে দেন না।










কোন মন্তব্য নেই