Header Ads

সাংবাদিকদের পেনশন ২ হাজার টাকা বাড়ল

নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : রাজ্যের পেনশনভোগী সাংবাদিকদের  পেনশন হাজার টাকা করে বাড়ানো হল।  রাজ্যের সরকারি অনুমোদিত  সাংবাদিকদের হাজার টাকা  করে মাসিক  ছিল তা  হাজার টাকা করে বাড়ানো হল। আজ রাজ্যের তথ্য ও জনসংযোগ বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী পীযুষ হাজারিকা সাংবাদিক  সংগঠনগুলির সঙ্গে এক বৈঠক করে সাংবাদিকদের অভাব অভিযোগ শোনেন।  সাংবাদিকদের পেনশন বাড়ানো ছাড়া ৬০ বছরের তলের  কর্মরত   অবস্থার  মৃত্য হওয়া  সাংবাদিকদের এক লাখ  টাকা  থেকে বাড়িযে তিন লাখ করা  হবে।  এই বৈঠকে জন সংযোগ বিভাগে  সচিব নিরা গগৈ সনয়াল, ডিরেক্টর অনুপম চৌধুরী  প্রমুখ উপস্থিত ছিলেন। এই বৈঠকে আপকুর পক্ষ্যে মৌসম জ্যোতি  বৈশ্য, আসাম ইউনিয়ন অফ জার্নালিস্ট, ইলেক্ট্রনিক মিডিয়া ফোরাম, ফোটো  জার্নালিস্ট   এসোসিয়েশন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.