মুর্শিদাবাদে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় স্মরণ

নয়া
ঠাহর প্রতিবেদন, কলকাতা : মুর্শিদাবাদ
জেলা অনেক প্রতিভার জন্ম দিয়েছে। কিন্তু রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের মত এক
উজ্জ্বল সভ্যতার সন্ধান দেওয়া পুরুষের নজির
নেই। মুর্শিদাবাদ জেলা ইতিহাস সাংস্কৃতিক চর্চা
কেন্দ্র সেই যুগপুরুষ রাখাল
দাস বন্দ্যোপাধ্যায় নামাঙ্কিত মিউজিয়ামে তার ১৩৭তম জন্মদিন এবং হরপ্পা সভ্যতা সন্ধানের শত
বার্ষিকী পালন করে। মুর্শিদাবাদের কান্দি শহরে বাঙালির
আর এক যুগপুরুষ রমেন্দ্র সুন্দর ত্রিবেদির নামে মিউজিয়াম গড়ে সমাজকর্মী
প্রণব আচার্য্য জেলার নাম
উজ্জ্বল করা মানুষদের স্মৃতি
রক্ষা করে যাচ্ছেন। প্রণব
আচার্য্য একজন ইতিহাস গবেষক, জেলার
উজ্জ্বল খন্ড চিত্র তুলে ধরে জেলার সম্মান
রক্ষা করে যাচ্ছেন। মুর্শিদাবাদ
ইতিহাস ও সাংস্কৃতিক চর্চা কেন্দ্র কান্দি
শহরের উপকণ্ঠে অবস্থিত আন্দুলিয়ার ৫০০ বছরের
তেঁতুল গাছ, যে গাছ হিন্দু মুসলিম সাম্প্রদায়িক সেতু
হিসাবে পূজিত, জজানের সর্বমঙ্গলা
যেখানে হিন্দু বৌদ্ধ
ধর্মের এক অদ্ভুত
ইতিহাস আছে। কান্দি
কালিবাড়ির ইতিহাস আবিষ্কার করলে অনেক অজানা তথ্য
পাওয়া যাবে। জেলার হারিয়ে যাওয়া মানুষগুলোকে খুঁজে বার করুন।
কান্দির বিধায়ক অপুর্ব সরকারের সহযোগিতা পেতে পারেন।
কোন মন্তব্য নেই