করোনার মধ্যেও রাকেশ টিকাইয়েত ২০২৪ পর্যন্ত কৃষক আন্দোলন ঘোষণা
কলকাতা
: দেশে করোনা সংক্রমণ চলছে। হরিয়ানার
হিসাবে ভারতীয় কিষান ইউনিয়নের নেতা টিকাইয়েত এই ঘোষণা করে বলেন, তিনটি
কৃষি আইন বাতিল না করা পর্যন্ত এই আন্দোলন চলবে। ওদিকে,
সেন্ট্রাল ট্রেড ইউনিয়ন ফোরাম আজ ২৬ মে
গণতন্ত্রের কালো দিবস পালন করে। দেশের প্রতিজন মানুষকে বিনা
মূল্যে ভ্যাকসিন দিতে হবে।গরিব শ্রমজীবী মানুষকে মাসে ৭ হাজার ৫০০ টাকা করে দিতে হবে। তিন কৃষি আইন বাতিল করতে হবে প্রভৃতি
দাবি হিন্দ মজদুর সভাও দিনটি
পালন করে।
কোন মন্তব্য নেই