Header Ads

ভ্যাকসিন দিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণে বরাক ভ্যালি মিডিয়া ফোরাম

সানি রায়, শিলচর: করোনা মহামারীর ফলে ব্যাহত জনজীবন। এই সংকটকালে সাংবাদিকরাও করোনা যোদ্ধার মত কাজ করে যাচ্ছেন। কিন্তু ভ্যাকসিন পান নি অনেক সাংবাদিক ও তাদের পরিবারবর্গ। লক্ষীপুর প্রেস ক্লাবের অধীনে থাকা সাংবাদিক ও তাদের পরিবারকে করোনা মহামারীর বিপদ থেকে রক্ষা করতে  পৃথকভাবে ক্যাম্প করে ভ্যাকসিন দেওয়ার আবেদন জানিয়ে সোমবার মহকুমাশাসক তথা কাছাড়ের অতিরিক্ত উপায়ুক্ত রুথ লিয়াং থাং-এর হাতে এক  স্মারকপত্র প্রেরণ করে  লক্ষ্মীপুর প্রেস ক্লাব। উক্ত স্মারকপত্রে সর্বমোট ৩০ জনের নামের তালিকা করে মহকুমা শাসকের হাতে তুলে দেওয়া হয় এই স্মারকপত্রটি। এতে স্বাক্ষর করেন লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি অমর দাস, সম্পাদক পুলক দাস সহ অন্যান্য সাংবাদিকরা। সব মিলিয়ে গোটা বরাকের প্রতিটি শহর- মফস্বলে কর্মরত সাংবাদিকদের যথা শীঘ্রই ভ্যাকসিন প্রদানে জিলা প্রশাসনের একান্ত দৃষ্টি কামনা করেন বরাক ভ্যালি মিডিয়া ফোরাম।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.