রূপসী বিমানবন্দরে কোচবিহারের সাংসদ, বিমানবন্দরের সেবায় সন্তুষ্টি প্রকাশ সাংসদ নিশিতের
নয়া ঠাহর প্রতিবেদন, ধুবড়ি : ঐতিহাসিক
রূপসী বিমানবন্দরে গুয়াহাটি থেকে ভায়া রূপসী হয়ে কলকাতা পর্যন্ত নিয়মিত রূপে বিমান
সেবাকে নিয়ে ধুবড়ি জেলাবাসীকে আনন্দিত প্রকাশ করতে দেখা গেছে। গত ৮ মে
আনুষ্ঠানিকভাবে বিমান চলাচলের জন্য উদ্বোধন হওয়া রূপসী বিমান বন্দরে ধুবড়ি জেলার
বিভিন্ন অঞ্চল সহ চুবুরীয়া পশ্চিমবঙ্গের কোচবিহার, তুফানগঞ্জ, আলিপুরদুয়ার থেকে আসা
বহু যাত্রীকে রূপসী বিমান বন্দরের সুবিধা ভোগ করতে দেখা গেছে। পশ্চিমবঙ্গের সাংসদ
নিশিত পরামানিক রূপসী বিমান বন্দরে এসে দিনের ১১টা ১০ মিনিটে রূপসীর থেকে কলকাতায়
চলে যান। এদিকে, রূপসী বিমান বন্দরে কোভিড প্রটোকল মেনে বিমান সেবা প্রস্তুত করতে
দেখা গেছে।
জানা গেছে, সাংসদ নিশিত পরামানিক কিছু বিশেষ কাজে
কলকাতায় চলে যান। সাংসদ নিশিত পরামানিক সাংবাদিকদের জানিয়েছেন, রূপসীর থেকে এই
বিমান সেবা বিভিন্ন জনের যাতায়াতের থেকে শুরু করে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রেও অনেক
সুবিধা হবে এবং অনের সময় বেঁচে যাবে। রূপসীর এই বিমান সেবা ভারতবর্ষের বিভিন্ন
জায়গায় ধুবড়ি, কোকরাঝাড় জেলা সহ পশ্চিমবঙ্গের কোচবিহারের কিছু স্থানের লোলেকর
ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্র সংযোগ স্থাপন সংযোগ স্থাপন করতে পারবে বলে সন্তুষ্টি
প্রকাশ করেন।









কোন মন্তব্য নেই