১৫ দিনের জন্য কামাখ্যা মন্দিরের দুয়ার বন্ধ
নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটিঃ দেশে কোভিড সংক্রমণের প্রতি লক্ষ্য রেখে সরকারি নির্দেশ অনুযায়ী মঠ-মন্দির বন্ধ রাখার নির্দেশ জারি করা হয়েছে। সেই মতে, কামাখ্যাবাসী তথা দূর-দূরান্ত থেকে আসা তীর্থযাত্রীরা আগামী ১৫ দিনের জন্য মন্দিরে প্রবেশ
করতে
পারবেন না। ১৩ মে অর্থাত্ আজ থেকে ১৫ দিনের জন্য কামাখ্যা মন্দির সহ পাহাড়ের
অন্যান্য দেবালয়ের দোয়ারগুলিও বন্ধ থাকবে, এমনটাই জানা গেছে মন্দির কমিটির পক্ষ
থেকে।










কোন মন্তব্য নেই