Header Ads

দেশে করোনা গ্রাফ নিম্নমুখী হলেও সামগ্রিক পরিস্থিতি ভয়াবহ, লক ডাউনের পথে?

নয়া ঠাহর প্রতিবেদন, দিল্লি : দেশে করোনাগ্রাফ হলেও পরিস্থিতি ভয়াবহ, আমেরিকার প্রেসিডেন্টর চিকিৎসা উপদেষ্টা এন্টোনি  ফাউচি ভারতকে পরামর্শ দিয়েছেন  কয়েক  সপ্তাহের জন্যে  লকডাউন  দেওয়ার জন্যে। সুপ্রিম কোর্টও বলেছে প্রয়োজন হলে লকডাউন দেওয়া উচিত। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, লকডাউন  শেষ অস্ত্র, অন্তিম বিকল্প। কিন্তু বিশেজ্ঞরা পরামর্শ দিয়েছেন, টোটাল লকডাউন না দিয়ে  জমায়েত এর উপর  নিয়ম বলবৎ করে ১০ জনের বেশি মানুষের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হোক।  মহারাষ্ট্র, দিল্লি, ইউপি, কর্ণাটক, কেরালা, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, রাজস্থান, ছাত্রিশগর, ওড়িশা, বিহার, তামিলনাড়ু, হরিয়ানা, উত্তর-ূর্বাঞ্চলর অসম, মেঘলায় প্রভৃতি রাজ্য করোনার প্রকোপ। দিল্লি, মহারাষ্ট্র, ইউ পি লাগামছাড়া। প্রধানমন্ত্রী  লাগাতারভাবে  জরুরি বৈঠক করে যাচ্ছেন। তারপরেও দেশে ভ্যাকসিন আকাল অক্সিজেনকোভিড হাসপাতাল, আই সি ইউ, রেমডিসিভির অভাবে  মানুষ মারা যাচ্ছে। শ্মশানে  ঠাঁই নেই। মর্গে   উপচে পড়ছে মৃতদেহ। করোনার দ্বিতীয়   ওয়েভ এমন মারাত্মক হবে  কেউ ভাবেনি। আজ ২৪ ঘন্টায় দেশে  আক্রান্ত হয়েছে তিন লাখ ৫৭ হাজার। মৃত্যু হয়েছে তিন হাজার ৪৪৯ জনের। পশ্চিমবঙ্গে একদিনে ১৮ হাজার ছড়িয়ে গেছে আক্রান্তের সংখ্যা। অসমে আক্রান্তের সংখ্যা চার হাজার ছাড়িয়ে গেছে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.