Header Ads

বিজেপি প্রধানমন্ত্রীর "দু গজ কি দুরি" মানেনি

নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বার বার বলছেন, করোনা উদ্ভুত পরিস্থিতিতে সাবধানে থাকতে হবে। মুখে মাস্ক আর সামাজিক দূরত্ব বিধি মানতে হবে। "দু-গজ কি দুরি" এই   ব্যবধান মানতে হবে। এখন বিজ্ঞানীরা বলছেন, দু-গজ নয় কম  করে  মিটার  ব্যবধান রাখতে হবে। বিজেপি নতুন সরকারের শপথ  গ্রহণ অনুষ্ঠান হল গতকাল শ্রীমন্ত কলাক্ষেত্রে। সেখানে এই কোভিড প্রটোকল মানা হয় নি।  প্রধানমন্ত্রীর "দু-গজ কি দুরি" কোথায় ছিল?

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.