রাশিয়ান এক ডোজের ভ্যাকসিন স্পুটনিক লাইট পরীক্ষা করবে নীতি আয়োগ
নয়া
ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : ভারত সরকার বিদেশ
থেকে ভ্যাকসিন কেনার ছাড়পত্র দিয়েছে বেসরকারি হাসপাতাল ও রাজ্য
সরকারগুলোকে। এদিকে, রাশিয়া সিঙ্গল ডোজের স্পুটনিক
লাইট বাজারে
ছাড়তে চলেছে। তাদের স্পুটনিক ভি ভ্যাকসিন দুটি ডোজ লাগবে। কিন্তু
স্পুটনিক লাইট একবারই দিতে হবে। নীতি আয়োগের মুখপাত্র ভি কে
পল ভ্যাক্সিনটি পরীক্ষা করবে বলে জানিয়েছেন। দেশে
আজকে ২৪ ঘন্টায় আক্রান্ত
হয়েছে চার লাখের বেশি মানুষ। মৃত্যু হয়েছে চার হাজার মানুষের।
এক্টিভ কেস ৩৭,২৩,৪৪৬ জন
একদিনে। দেশে মৃত্যু হয়েছে ২ লাখ ৩৮ হাজার
লোকের। দেশে আক্রান্ত হয়েছে ২ কোটিরও
বেশি মানুষ। ভ্যাকসিন নিয়েছে ১৬ কোটিরও
বেশি মানুষ। তামিলনাড়ু, কর্ণাটক, মণিপুর লকডাউন, কারফিউ জারি করা হয়েছে। অসম, পশ্চিমবঙ্গে
আংশিক লকডাউন চলছে। অসমে সন্ধ্যা ৬ টা থেকে
রাতে কারফিউ জারি করা হয়েছে। মহারাষ্ট্র সরকার বলেছে, দেশে যদি করোনার তৃতীয় ওয়েভ
আসে সব চেয়ে ক্ষতিগ্রস্থ হবে শিশুরা। গতকাল ভারত সরকারের
বিজ্ঞান উপদেষ্টাকে বিজয় রাঘবন দেশবাসীকে সতর্ক করে বলেছেন, মানুষ যদি সজাগ সতর্ক না হয় তবে করোনার তৃতীয়
ওয়েভ আটকানো যাবে না। আমেদাবাদে এক কোভিড রোগীর দেহে মারাত্মক কালো ছত্রাকের
সন্ধান পাওয়া গেছে। যা নিয়ে চিন্তিত বিজ্ঞানীরা। অসমে দৈনিক আক্রান্তের সংখ্যা ৫ হাজার
ছাড়িয়ে গেছে। আজ মারীগাঁওয়ে কয়েকটি এলাকায় কন্টেনমেন্ট
ঘোষণা করা হয়েছে। লামডিং শহরকে কন্টেনমেন্ট জোন হিসাবে ঘোষণা করার খবর
পাওয়া গেলো। দেশে আকান্ত ৪ লাখ ১৮৮ জন। দেশে
মৃত্যু হয়েছে চার হাজারের বেশি মানুষের। অসমের করিমগঞ্জ জেলা
কারাগারে ৩৪ জন
আক্রান্ত হয়েছে। মণিপুরের পর অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগরে আজ থেকে কারফিউ
লাগু করা হয়েছে। সংক্রমণের জন্যে গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের
বি এ এবং এম এ পরীক্ষা অন লাইন
ওপেন বুক সিস্টেম অনুষ্ঠিত হবে।









কোন মন্তব্য নেই