Header Ads

বঙ্গে ২৫ বৈশাখ রবীন্দ্র তিথিতে মমতা মন্ত্রী সভা, অসমে মুখ্যমন্ত্রী পদে চূড়ান্ত সিদ্ধান্ত

নয়া ঠাহর প্রতিবেদন, কলকাতা-গুয়াহাটি : পশ্চিমবঙ্গে কাল রবীন্দ্র জন্মবার্ষিকীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়   মন্ত্রীসভার  সদস্যদের  শপথ গ্রহণ  অনুষ্ঠান হবে। আগের অর্থমন্ত্রী অমিত মিত্রকে পুনরায় অর্থমন্ত্রী পদে বসাবেন তিনি এবার নির্বাচনে   দাঁড়াননি। অসমে নির্বাচনপর্ব শেষ হয়েছে ৫ দিন অতিক্রান্ত কিন্তু বিজেপি কেন্দ্রীয় কমিটি আজও সিদ্ধান্ত নিতে পারেনি  সর্বানন্দ সনোয়াল না স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী পদে বসবেন। দিল্লিতে দুজনকে তলব করে আজ  বিজেপি সভাপতি জে পি নাড্ডা তার বাসভবনে প্রথমে  হিমন্তবিশ্ব শর্মাকে ডেকে পাঠান। তারপর সর্বানন্দ সনোয়ালকে ডাকেন। পরে দুজনকে   মুখমুখি বসিয়ে বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বি এল সন্তোষ, বৈজয়ন্ত পান্ডা সেখানে সিদ্ধান্ত দুজন পর্যবেক্ষক আগামীকাল গুয়াহাটি এসে বিজেপি  বিধান পরিষদীয় দলের  বৈঠকে  নেতার নাম  ঘোষণা করবেন। সব  দলীয় বিধায়কের   মতামত গ্রহণ করা হবে বলে বিজেপি সূত্রে জানা গেছে। বহু কথিত  সংসদীয় কমিটির  বৈঠক কেন হল না। প্রশ্ন উঠেছে বিজেপি মহল থেকেই।  দিল্লিতে সর্বানন্দ সনোয়াল সাংবাদিকদের  কাছে একটি শব্দ 

খরচ করেননি। হিমন্ত বলেছেন, গুয়াহাটিতে  দলের বৈঠকের পর সব জানতে পারবেন।  বিজেপি সভাপতি রঞ্জিত দাস আজ পশ্চিমবঙ্গ থেকে বিতাড়িত বাঙালিদের খবর নিতে যান। তৃণমূল কংগ্রেস  মানুষগুলোকে বিজেপি  সমর্থক বলে  মারধোর করেছে। পরে রঞ্জিত দাস আজ বিধায়কদের সঙ্গে  বৈঠকে বসেন। কাল  মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত হবে। পরিস্থিতি যেভাবে এগোচ্ছে তাতে পূর্বাভাস পাওয়া যাচ্ছে হিমন্তের দিকে চাকা ঘুরছে।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.