মেঘালয়ে আবার বেআইনি খনিতে আবদ্ধ বহু শ্রমিক
নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : আবার মেঘালয়ের পূর্ব জয়ন্তিয়া হিলসে এক কয়লা খনিতে আবদ্ধ হয়ে পড়েছে বহু শ্রমিক, অসমের কয়েকজন শ্রমিক আছে বলে সংবাদ সূত্রে জানা গেছে। যেখানে সেখানে ইঁদুরের গর্তর মতো খনি খুঁড়ে জীবনকে বাজি রেখে একাংশ শ্রমিক কাজ করে। এর আগে বহু শ্রমিক আবদ্ধ হয়ে মারা গেছে। আবার সেই নজির সৃষ্টি হতে চলেছে।
কোন মন্তব্য নেই