Header Ads

মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় দিল্লি না গিয়ে অবসর নিয়ে মুখ্যমন্ত্রীর উপদেষ্টা হিসেবে যোগ

নয়া ঠাহর প্রতিবেদন, কলকাতা : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যসচিব  আলাপন  বন্দ্যোপাধ্যায়কে দিল্লি পাঠাবেন না বলে পণ করার পর আজ আলাপন  বন্দ্যোপাধ্যায় চাকরি ছেড়ে দিলেন। তিনি মুখ্যমন্ত্রীর উপদেষ্টা হিসাবে যোগ দেবেন।  তাকে নিয়ে জটিলতা  সৃষ্টি হয়েছিল তার অবসান হল। এরপরও যদি দিল্লি তাকে নর্থ ব্লকে যোগ দিতে বলে তবে আলাপন আদালতের দ্বারস্থ হবেন বলে জানা গেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ জানান, আলাপন বন্দ্যোপাধ্যযের আজ থেকে তাকে তিন মাস এক্সটেন্টশন   দেওয়ার কথা ছিল। কিন্তু   তিনি তা গ্রহণ করেনি। সে আজ থেকে   অবসর গ্রহণ করেছেন। তার  বদলে আজ হরি কৃষ্ণ দিবেদীকে মুখ্যসচিব পদে নিয়োগ করা হয়েছে। নতুন স্বরাষ্ট্র সচিব পদে বসবেন বি পি গোপালিকা। মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে  আক্রমণ করে বলেছেন তিনি প্রতিহিংসামূলক আচরণ  করছেন বাংলার সংগে। আজ আবার কেন্দ্র থেকে চিঠি এসেছে  আলাপন  বন্দ্যোপাধ্যায়কে কাল ১০টার মধ্যে যোগ দেওয়ার জন্যে। তার পরেই আলাপন  অবসার গ্রহণ করেন। মুখ্যমন্ত্রী তা গ্রহণ করে কাল থেকেই আলাপনকে তার প্রধান উপদেষ্টা হিসাবে নিয়োগ করেন।  কেন্দ্র রাজ্যের সংঘাতের মধ্যেই  আলাপন বন্দ্যোপাধ্যায় অবসর নিলেন। কেন্দ্র এখন কি অবসর গ্রহণের আবেদন  খারিজ করে দেবেন? না  মুখ্যমন্ত্রীর সঙ্গে সংঘাত   চলবে। কেন্দ্রীয় আইন মন্ত্রী  রবি শংকর  প্রাসাদ বলেছেন, আলাপন বন্দ্যোপাধ্যায় প্রধান মন্ত্রীর বৈঠক বয়কট করেছেন। মুখ্যমন্ত্রী বলেছেন  আলাপনকে কেন দিল্লিতে তলব করা হয়েছে তার কারণ জানা হয়নি। এই ইস্যুটি রাজ্য থেকে জাতীয় পর্যায়ে গেল। জাতীয় রাজনীতির ইস্যু হল। সাংবিধানিক   জটিলতার সৃষ্টি হতে পারে। ১৯৮৭ ব্যাচের আই এ এস অফিসার  আলাপন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে দড়ি টানাটানি শুরু হয়েছে। যা দেশের ৭৪ বছরের ইতিহাসে  নতুন নজির বলে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.