Header Ads

মমতা বই লিখে, সঙ্গীতে সুর দিয়ে লাখ লাখ টাকা ইনকাম করেন


কলকাতা : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৭ বছর থেকে  এম পি র ৭৫ হাজার করে পেনশন তোলেন না। তাছাড়া মুখ্যমন্ত্রী হিসাবে মাসিক বেতন এক লাখ টাকাও নেন না।  নিউজ ১৮ কে এক  সাক্ষাৎকারে একথা জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ৮৭ টি বই লিখেছেন। কয়েকটি বেস্ট  সেলার। ভাল রয়েলেটি  পাওয়া যায়। গান  রচনা  বা সুর, দিয়েও  ইনকাম করেন। একটি গানের  সিডি বেরোলে  তিন লাখ টাকা  পাওয়া যায়। ছবি আঁকার টাকা তিনি দান করে দেন। বলেন তিনি কোনো টি এ ডি এ নেন না। হাত খরচের  পয়সা  নেন না। কোনো গেস্ট হাউসে থাকলে নিজের পয়সাতে থাকেন। শুধু মিউজিক থেকে আর বই লিখে লাখ লাখ  টাকা  খরচের জায়গা নেই একজন মানুষ, গরিব শিশুদের  দান করে দেন । বলেন, তিনি রাঁধতে ভালোবাসেন আর সময় ও সুযোগ পেলেই হাঁটেন। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.