Header Ads

করোনার বিভীষিকা : মায়ের চোখের জল মোছার কাপড়ও কম পড়ে যাবে

অমল গুপ্ত, গুয়াহাটি :  করোনার বিভীষিকা আমাদের মনে  ভয় ধরিয়ে দিয়েছে। চারদিকে  সংক্রমণ, আর মৃত্যু মিছিল। গুয়াহাটির  কন্টেনমেন্ট জোনে বসে এই কলাম লিখছি। পথ-ঘাট সুনসান। এম্বুলেন্স  ছাড়া কোনো যান নেই। স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা গুয়াহাটির শ্মশানে সারিসারি চিতার সামনে দাঁড়িয়ে তদারকি করছেন।  বেঙ্গালুরুর গিদেনহালির প্রান্তরে  প্রায় ১০০ মৃতদেহর কবর খোঁড়ার ছবি দেখলাম।  এই ছবি   দেখে  মনে হল" মায়ের আঁচলের কাপড়ও কম পড়ে যাবে চোখের জল মোছাবার জন্যে।" দেশে করোনা বেড়েই  চলেছে। আজকের টাটকা পরিসংখ্যান দেখে নিন। দেশে নতুন করে লাখ ১২ হাজার ২৬২ জন আক্রান্ত হয়েছে। ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ,৯৮০ জনের।   অসমে নতুন করে অবশ্য ১০ হাজার  স্পর্শ করেনি। পশ্চিমবঙ্গে  ১৮ হাজার অতিক্রম করেছে। দেশে ইউ কে স্ট্রেন  নতুন প্রকরণ যে ভাইরাসের নাম B,1,1,7, এই  ভাইরাসের ডাবল মিউটেন্ট গ্রাস করেছে উত্তর-ভারত। দেশের ১০ টি প্রথম সারির গবেষণা গারে  ১৮০৫৩ নমুনা পরীক্ষা করে এই মারাত্মক ভাইরাসের হদিস পাওয়া গেছে। ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলর ডিরেক্টর সুজিত সিং নিউজ ১৮কে এই তথ্য দিয়ে বলেছেন, মহারাষ্টের ৮৩ টি নমুনা, কর্ণাটক৮২ নমুনা, দিল্লির ৫১৬ টি, ঞ্জাবের ৪৮২, তেলেঙ্গানার ১৯২ নমুনা  পরীক্ষা করে এই জীবাণু বা ভাইরাস   মানুষের দেহ থেকে পাওয়া গেছে। ব্রাজিলিয়ান  ভ্যারিয়েন্ট বা নতুন ধরনের   জীবাণু পাওয়া গেছে মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গে, গুজরাট এবং দিল্লিতে তাকে .p1 ভাইরাস বলা হচ্ছে। হায়দরাবাদের   সেন্টার ফর সেলুলার অ্যান্ড মলেকিউলার  বায়োলজির  ডিরেক্টর বিশিষ্ট বিজ্ঞানী রাকেশ মিশ্র দি ওয়ারর সাংবাদিক করণ থাপাকে এক সাক্ষাৎকারে বলেছেন, গত মার্চ মার্চের প্রথমার্ধে কেন্দ্রীয় সরকারকে  দেশে ভয়ঙ্কর ভাইরাসের  কথা জানানো হয়েছিল। দেশের বিশিষ্ট  বিজ্ঞানীরাব পঞ্জাবে ৮০/৯০টি নমুনা  পরীক্ষা করে দিল্লির ৪০ টি নমুনা পরীক্ষা করে  ডাবল মিউটেন্টB.1.1.7  জীবাণুর সন্ধান পেয়েছিল। যথারীতি কেন্দ্রকে জানানো হয়েছিল। কেন্দ্রীয় সরকার গুরুত্ব দেয়নি। তিনি উত্তরাখন্ডর মুখ্যমন্ত্রীর সমালোচনা করে বলেন, তিনি বলেছিলেন, কুম্ভমেলাতে  ঈশ্বরের ভক্তরা গিয়েছেন তাই করোনা হতেই পারে না। তিনি অসমের স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার কথা উল্লেখ করে বলেন, শর্মা  বলেছিলেন, করোনা ভালো হয়ে গেছে আর মাস্ক পড়ার দরকার  নেই। বিজ্ঞানী মিশ্র  বলেন, কোভিশিল্ড বা কভ্যাক্সিন ভ্যাকসিন নিয়েছে তাদের প্রাণের ঝুঁকি নেই।  ভারত সরকারের বিজ্ঞান উপদেষ্টা  রাঘবন বলেছেন, দেশে  করোনার তৃতীয় ওয়েভ ধেয়ে আসছে। তাকে যে কোনোভাবে আটকাতে হবে। এই পরিস্থিতিতে  কল্যাণকামী সরকার ছেড়ে ঈশ্বরের  কাছে  প্রার্থনা করুন। জরুরি কাজ ছাড়া  ঘরের বাইরে না বেড় ভালো। অবশ্যই মাস্ক   পড়তে হবে  দু-গজ   দূরত্ব  বিধি  মানতে হবে।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.