Header Ads

মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবের কাছে খোলা চিঠি

হুুজুর, মহান আল্লাপাক আপনাকে অনেক সম্মান দান করেছেন,পাশাপাশি আপনাকে সম্পদের পাহাড় দান করেছেন,আপনে গরীবের কল্যানে যথেষ্ট সম্পদ বিলি করছেন গরীবদের সাহিয্য করছেন,মহান আল্লাপাক অবশ্যই আপনার প্রতি ঐ দান কবুল করবেন আমি আশাকরি।

হুুজুর আপনে কেনে রাজনীতিতে আসলেন?যদি আসলেন তাহলে স্বাধীনতা সংগ্রামী, মহান নেতা আবুল কালাম আজাদ,বদরপুরী হুুজুর মরহুুম আব্দুল জলিল চৌধুরী, মরহুুম ময়নূল হক চৌধুরী সহ অসংখ্য উলামায়ে কেরামরা ভারতবর্ষের রাজনীতিতে যেভাবে নেতৃত্ব দিয়েছেন, তাদের অনুসরন না করে আপনি কেনে,একটা সম্প্রদায়ের ভোটের উপর ভিত্তি করে এআইইউডিএফ দলটি তৈরী করলেন?আমি নিজেই আবেগিক হয়ে আপনার দলকে অন্ধের মতো সমর্থন করেছিলাম,শুধু আমি নয় প্রায় ৮০% মুসলিমরা আপনার দলকে ভোট দিয়েছে,কিন্তু কি লাভ হলো,? আজ কথায় কথায় মুসলিমদের গালি খেতে হচ্ছে।কখনো মিঞা মিউজিয়াম,কখনো মোগল,কখনো আজমল কালচার,কখনো আরবী ব্যানার,কখনো আজানে লাউণ্ড স্পিকার,। রাজ্যের এক প্রভাবশালি মন্ত্রী আজকাল প্রতিটি সভা সমিতিতে আপনাকে কটাক্ষ করছেন শুধু তাই নয় গোটা মুসলিম জাতিটাকে টার্গেট করে নিয়েছেন।শুনতে অনেক দূঃখ লাগে নিজেকে ধরে রাখতে পারি নাই।আপনে মুসলিমদের কল্যানের কথা বলেন।আপনার দলের নেতারা বলেন যে আপনে দল তৈরী করায় মুসলমানের সম্মান বেড়েছে,এসব সম্মান কোথায় আজ? মুসলমানের সরকারি মাদ্রাসা বনধ করে দেওয়া হয়েছে।জনসংখ্যা নিয়ন্ত্রন নীতিতে দুই সন্তান নীতি সেটাতে সরাসরি ইসলাম  ধর্মের শরিয়তে আঘাত দেওয়া হয়েছে,নাগরিকত্ব আইনে মুসলিমদের অন্তভুক্ত করা হয়নি।বর্তমান বিজেপি সরকার আজমল, আজমল বলেই অমুসলিম ভোট সহজেই বিজেপির পক্ষে একজোট করতে পারছে,হয়তো বর্তমানে আপনার দলটি না থাকলে তাদের কাছে ঐ ইস্যু থাকতো না।আজ আপনার দলটি কংগ্রেসের সংস্পর্শে গিয়ে কংগ্রেসটাকে শেষ করে দিয়েছে।,৭০ বছরের এক পুরানো দল কংগ্রেস বর্তমানে আসামে অস্তিত্বহীন। জোট করে নির্বাচন খেলার আগেই আপনে ঘোষনা করেছেন কিছু স্পর্শকাতর বিষয়,যেমন প্রথম কেবিনেটে মাদ্রাসা খোঁলে দিবো,এসব বিষয়টা আপনার কাছে গোপন রাখা উচিত ছিল,কিন্তু তা না করে প্রকাশ্য ঘোষনা করে,বিজেপির পক্ষে হিন্দুত্ববাদী শক্তিকে আর সক্রিয় করে দিয়েছেন,আপনার এসব আবুল -তাবুল মন্তব্যে , হিন্দু নেতারা যারা দীর্ঘদিন কংগ্রেসে ছিলেন আজ তারাও বিজেপিতে দলে দলে যোগদান করছেন।আমি নিশ্চিত আপনার দলটি যতদিন আসামে থাকবে ততদিন বিজেপির বিশেষ প্রচারের প্রয়োজন হবে না,শুধু মুসলিমদের কটাক্ষ করলেই পূনরায় গদি দখল করতে পারবে তারা।আজ অসমে মুসলিমরা বড় অসহায়,মাথা নীছু করে চলতে হচ্ছে,আর ইউডিএফের নেতারা বলেন মুসলমানের সম্মান আকাশ ছোঁয়া হয়েছে। আপনার দলের হাইলাকান্দির তিন বিধায়ক প্রতিটি জন সভাতে বিজেপির প্রসংশা করেন,কংগ্রেসের বিরোধিতা করেন,যা প্রতিদিনের সংবাদপত্রে চোখ রাখলে দেখা যায়। অথচ আপনে কংগ্রেসের সঙ্গে মিত্রতার ঘোষনা করে বিবৃতি প্রকাশ করছেন।আপনার উদ্যোশ্যটা কি?নিজের স্বার্থের জন্য, আসামের মুসলমানদের কি একেবারে শেষ করে দিতে চাইছেন? আমার, বিশেষ অনুরোদ আমরা নিরাপদে বাচতে চাই,সম্মানে বাচতে চাই,আমাদের ভবিষৎ প্রজন্মের অস্তিত্ব বর্তমানে প্রশ্নচিহ্নের মূখে।তাই সময় থাকতে আপনে দয়াকরে আপনার দলটি বনধ করুন,রাজনীতি করার ইচ্চা থাকলে যে কোন সেকুলার দলে যোগদান করুন ও আসামে মুসলমানদের মান সম্মান নিয়ে বাঁচতে দেন।আপনি রাজনীতি করেন আপত্তি নেই,দলটি বন্ধ করুন দয়াকরে আসামের মজলুম মুসলমানদের ভবিষৎ এর কথা চিন্তা করে।কারন যতদিন আপনার দল থাকবে ততদিন বিজেপির শাসন থাকবে কারন এআইউডিএফ হচ্ছে বিজেপির অক্সিজেন।দলটা থাকলে তাদের সহজ প্রচার,আজমল মূখ্যমন্ত্রী হচ্ছেন।হুুজুর আপনার দল তৈরী করার পর মুসলিমদের যা ক্ষতি হয়েছে স্বাধীনতার সত্তর বছর পরও এমন হয়নি কোনদিন।

তাই হুুজুর আপনার কাছে বিনম্রতা সহিত অনুরোধ, আসামের মুসলমারদের বাঁচতে দেন।আপনার ব্যবসার স্বার্থে রাজনীতি করছেন, বিজেপির কথায় উঠাবসা করেন,আমাদের আর বুঝতে বাকি নাই।নাগরিকত্ব বিল যেদিন সাংসদে পাশ হয় সেদিন আপনে অসুস্থতার অজুহাত দেখিয়ে অনুপস্থিত থাকেন,অনুরূপ তিন তালাক বিল পাশ হওয়ার গুরুত্বপূর্ন দিনেও আপনে সাংসদে অনুপস্থিত ছিলেন।আসাম বিধান সভায় টাকার বিনিময়ে টিকেট বিক্রি করে কিছু অশিক্ষিত ব্যক্তিকে বিধান সভায় পাঠিয়েছেন,যারা বিধান সভায় মুসলিম বিরোধি আলোচনার সময়ে বোবার মত বসে থাকে।লোক দেখানোর জন্য কখনো তারা বিধান সভা ওয়াকআউট করে বেরিয়ে পড়ে।কমলাক্ষ দে পূরকায়স্ত একজন হিন্দু ব্যক্তি হয়ে মাদ্রাসার পক্ষে বিধান সভায় কথা বলতে পারে কিন্তু আপনি বা আপনার দলের কেহ পারেন না কেনো?আরো অনেক আছে লেখতে ইচ্ছা হচ্ছে না,শুধু মুসলমান জাতিকে আর বিপদগ্রস্থ করা থেকে আপনে সরে দাড়ান,নতুবা কিয়ামতের সেই কঠিন ময়দানে, আপনাকে অবশ্যই জবাব দিতে হবে প্রস্থুত থাকুন। (সংগৃহীত)

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.