পুনরায় পরেশ বরুয়াকে আলোচনার টেবিলে বসার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী
অমল
গুপ্ত, গুয়াহাটি : আজ বিধানসভায় মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা আলফার
কমান্ডার ইন চিফ পরেশ বড়ুয়াকে অসমের সার্বিক কল্যাণে এক
অসম গড়ার লক্ষ্যে আলোচনার টেবিলে বসার
আহবান জানিয়ে বলেন, ও এন জি
সি কর্মী রাতুল শইকিয়াকে
মুক্তি দিয়ে তার আবেদনে সাড়া দেওয়ায় পরেশ বড়ুয়া প্রতি
কৃতজ্ঞতা প্রকাশ করে মুখ্যমন্ত্রী
বলেন, তার আশা আলফা উপযুক্ত ভূমিকা
গ্রহণ করে অসমে রক্তপাত বন্ধে হিংসা বন্ধে
অস্ত্রবিরতি লঙ্ঘন
করবে না। তিনি
বলেন, পরেশ
বড়ুয়া এগিয়ে এলে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী
অমিত শাহ ও সদর্থক ভূমিকা গ্রহণ করবেন। মুখ্যমন্ত্রী বলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী হিতেস্বর শইকিয়া, তরুণ গগৈ আলফার সঙ্গে
আলোচনার চেষ্টা করে ছিলেন। সফল হননি এখন আলফার
দিক থেকে সাড়া পাওয়া গেছে। এই আলোচনা সফল হলে ৬৫ বছর পর
অসমে শান্তি আসবে। তিনি বলেন, একদিন
বড়ো ভূমিতে রক্ত বন্যা বয়েছিল। প্রধানমন্ত্রীর সঙ্গে আবসুর চুক্তির পর শান্তি
এসেছে। কার্বিয়ানলঙে জঙ্গি সংগঠনের
সঙ্গে সরকার সমঝোতা
চুক্তি করবে। বিজেপি জোট সরকার দিনে রাতে ঘন্টা
কাজ করবে, যুগযুগ
ধরে বসবাস করা বিভিন্ন খিলনজিয়া গোষ্ঠী, অনুচিত
চা জনগোষ্ঠী সংখ্যালঘু মহিলার
আত্মার সরকার হয়ে উঠবে। বিগত কংগ্রেস সরকারের আর্থিক বিকাশের নিরাশার ছবি তুলে বলেন বিগত
সর্বানন্দ সনোয়াল
সরকার পাঁচ বছরে ৮৪ হাজার কোটি টাকা
উন্নয়নে খরচ করেছিল। কংগ্রেস সরকার ১৫ বছরে ৪২ হাজার
কোটি ব্যয় করেছেন। বর্তমান বিজেপি সরকার ৪০ হাজার
কিলোমিটার সড়ক বানিয়েছে। ২২ লাখ
মহিলাকে বিভিন্ন প্রকল্পে আর্থিক
সাহায্য দেওয়া হয়েছে। এক প্রাণবন্ত
জীবন্ত বিধানসভা উপহার দেওয়ার
আশ্বাস দিয়ে মুখ্যমন্ত্রী কৃষক
নেতা অখিল গগৈ
সম্পর্কে বলেন, সে
চারমাস ধরে তার চিকিৎসা চলছে করোনা আবহে বিধানসভাতে
প্রবেশ করেই সব টেবিলে টেবিলে ঘুরে বেড়ালেন আমার কাছেও
এলেন। তার কোভিড পরিস্থিতির কথা চিন্তা করতে হত। বর্তমানে তাকে
গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো
হয়েছে। মাদ্রাসা শিক্ষানীতি প্রসঙ্গে বলেন, আর মাদ্রাসা চলতে দেওয়া হবে না। সব
বন্ধ করা হবে। এন আর সি সম্পর্কে বলেন, সরকার
এন আর সি তালিকা সীমান্ত এলাকায় ২০ শতাংশ ও অন্য এলাকায় ১০ শতাংশ রি-ভেরিফিকশন
করার কথা বলে ভোট চেয়েছি, তা থেকে সরে আসবে না। বন্যা মুক্ত অসম গড়ার আশ্বাস দিয়ে সরকার
গড়েছে। আই আই টি ইঞ্জিনিয়ারদের কাজে বন্যা সমস্যা সমাধানে নতুন
প্রযুক্তি গ্রহণ করা হবে। পুনরায় টিকা প্রসঙ্গ তুলে বলেন, গুয়াহাটি মহানগরে
১০ লাখ
মানুষের মধ্যে ৪ লাখ ৫ হাজারকে টিকা দেওয়া হয়েছে। গুয়াহাটি
করোনার হটস্পট ছিল এখন অনেক তা নিয়ন্ত্রণে। আগামী জুন-জুলাই
মাসে সকলকে টিকা
দেওয়া হবে বলে জানান। এ পর্যন্ত ৩৭ লাখ
মানুষকে টিকা দেওয়া হয়েছে। টিকা কেনার জন্যে আগাম টাকা দেওয়া হয়েছে বলে
মুখ্যমন্ত্রী জানান। আজ বিধানসভা কংগ্রেস ও এ আই ইউ ডি এফ পক্ষ থেকে
সংশোধনী প্রস্তাব উত্থাপন করা হয়েছিল। ধন্যবাদ
সূচক প্রস্তাব উত্থাপন করেন প্রশান্ত ফুকন।
বরাকের কমলাক্ষ্য দে
পুরকায়স্থ এবং কিষেন্দু পাল টিকা আবিস্কারে মুখ্য ভূমিকা পালন করা
করিমগঞ্জের কন্যা জুবলি পুরকায়স্থকে সরকারের তরফে পুরস্কার
দিয়ে সম্মানিত করার দাবি জানানো হয়। করিমুদ্দিন বড়ভূঞার শিলচর ইস্ট-ওয়েস্ট করিডোরের ৩১ কিলোমিটার
আজও সম্পূর্ণ না হওয়াতে ক্ষোভ প্রকাশ করেন। তিনি পেপার মিল খোলার দাবি জানিয়ে বলেন, এক হাজার কোটি টাকা
দিলেই বন্ধ কারখানা খোলা যেতে পারে।
রফিকুল
ইসলাম, আমিনুল ইসলাম, রকিবুল হোসেইন, ভরত নরহ, নন্দিতা
গারলসা, পদ্ম হারারিকা, দেবব্রত
শইকিয়া, নুরুল হুদা, মনরঞ্জন
তালুকদার, গোবিন্দ বসুমতারি, দুর্গাদাস
বড়ো, ভুবন পেগু, প্রশান্ত
ফুকন, প্রদীপ হাজারিকা প্রমুখ আজকের
আলোচনাতে অংশগ্রহণ করেছিলেন।
কোন মন্তব্য নেই