অসমে অক্সিজেনের অভাব নেই উত্তরপুরবাঞ্চল কে অক্সিজেন সরবরাহ করছি : হিমন্তবিশ্ব শর্মা
অমল গুপ্ত, গুয়াহাটি : সারা দেশ করোনা সংক্রমণে ভুগছে। আজও ভ্যাকসিন, অক্সিজেন, আই সি ইউ বেড, কোভিড হাসপাতালের অভাবে মৃত্যুর মিছিল অব্যাহত। তার উজ্জ্বল ব্যতিক্রম উত্তর-পূর্বাঞ্চলের দারিদ্রপীড়িত রাজ্য হিসাবে পরিচিত অসম। অসম কোভিড সংক্রমণ অনেকটা নিয়ন্ত্রণ করেছে। পজিটিভিটির হার ৫ শতাংশের মধ্যে। অসম বিধানসভার অন্তিম অধিবেশনে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা আজ কোভিড যুদ্ধে সরকারের সফলতার উজ্জ্বল ছবি তুলে ধরে বলেন, তারা উত্তর-পুর্বাঞ্চলের সব রাজ্যেকে অক্সিজেন সরবরাহ করছে। ত্রিপুরা, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, অরুণাচল প্রদেশকে অক্সিজেন পাঠিয়েছে। তে লেংয়ানাকে হায়দরাবাদকে রেমডিডিভির মত জরুরি ইনজেকশন ব্ল্যাক ফ্যাঙ্গযাসের মত রোগের ঔষুধ দিয়েছি। তিনি বলেন, অসম একদিন পরের কাছে হাত পাতত, আজ অপরকে দিচ্ছে। অসমে কোনো স্টিল প্ল্যান্ট নেই তারপরও অক্সিজেনের অভাব ঘটেনি। গত পাঁচ বছর কাজ করার জন্যে অসম আজ স্বাবলম্বী, দেশের ৫টি রাজ্যের মধ্যে শ্রেষ্ট রাজ্যে পরিণত করার অঙ্গীকার করে মুখ্যমন্ত্রী বলেন, ৪৫ বছরের
উপরের মানুষদের কেন্দ্র টিকা দেবে। ১৮ থেকে ৪৪ বছর লোকদের তার সরকার টিকা দেওয়ার ব্যবস্থা করবে। অসমের ১০০ কোটি মানুষকে টিকা দিতে ৮০০ কোটি টাকা লাগবে। তাদের পক্ষ্যে এত টাকা জোগাড় করা সম্ভব নয়। আগামী জুলাই মাসে বিধানসভার অধিবেশন বসবে তখন কিছু বাজেট দেওয়া যেতে পারে। তাই সরকারের আবেদনে সাড়া দিয়ে মানুষ নিজেরা অর্থ দিয়ে এক গণ আন্দোলন গড়ে তুলেছে। সবাই এগিয়ে আসছেন। ৫০/১০০ টাকা দিতেও তার কাছে আসছে। এটা চাঁদা নয় এক আন্দোলন। এতে আম জনতা সামিল হয়েছে। তিনি বলেন, মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড থেকে ৫০ কোটি টাকা অসম আরোগ্যনিধির কাছে তুলে দেওয়া হয়েছে। যা বেনজির। রাজ্যে এক নতুন সরকারে কোনো ভেদাভেদ থাকবে না হিন্দু মুসলিম সব জনগোষ্ঠীকে সমান মর্যাদা দিয়ে ঐক্যমতের ভিত্তিতে সরকার চালানো হবে এই আশ্বাস দিয়ে রাজ্যেপাল জগদীশ মুখীর ভাষণের বিতর্কে অংশগ্রহণ করেন।










কোন মন্তব্য নেই