Header Ads

কলকাতা, দুই ২৪পরগনা সহ একাধিক জেলায় সতর্কতা জারি আবহাওয়া দফতরের, ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি

 


কলকাতা : আগামী কয়েক ঘণ্টার মধ্যে কলকাতা, দুই ২৪পরগনা সহ হাওড়ার উদ্দেশ্যে সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। আজ অর্থাত্‍ রবিবার রাতেই এই দুর্যোগের আশঙ্কা। বজ্রবিদ্যুত্‍-বৃষ্টি সহ ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইবে ঝড়ো হাওয়া। রাত ১ টা বেজে ১০ মিনিটে আবহাওয়া দফতরের তরফে জারি হওয়া এই সতর্কতার আভাস ইতিমধ্যেই দেখা দিচ্ছে। কলকাতা সহ বাকি জেলাগুলিতে শুরু হয়েছে বৃষ্টি।

আমফানের ক্ষত এখনও দগদগে করছে কলকাতা ও উপকূলের মানুষের বুকে। ২০২০-র ২০ মে কলকাতা ও উপকূলের জেলাগুলিকে লণ্ডভণ্ড করে দিয়েছিল সুপার সাইক্লোন আমফান। উপকূলবর্তী এলাকার কথা বাদ দিয়ে শুধু কলকাতার কথা স্মরণ করলেই আতঙ্কে শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা প্রবাহ এখনও নেমে আসে। ২১ মে ২০২০-র সকালের কলকাতার ছবিটা ছিল কলকাতাবাসীর কাছে সম্পূর্ণ অচেনা। ২০ মে দুপুর তিনটে থেকে টানা রাত প্রায় সাড়ে বারোটা পর্যন্ত দাপিয়েছিল ভয়ঙ্কর আমফান। আবার সেই ২০২১-এর মে মাসের ২৬ তারিখ কলকাতা ও রাজ্যের উপকূলবর্তী জেলায় আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় 'ইয়াস''ইয়াস'-এর গতি আমফানের মতো না হলেও প্রায় আমফানের কাছাকাছি। আমফানের গতিবেগ ছিল ঘণ্টায় ১৮৫ কিলোমিটার। 'ইয়াস'-এর গতিবেগ থাকবে ঘণ্টার ১৫৫ থেকে ১৬৫ কিলোমিটার, বলছে আবহাওয়া দফতর।

তবে আমফানের থেকে শিক্ষা নিয়ে রাজ্য প্রশাসন এবার আগে থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছে 'ইয়াস'কে যুঝতে। তিন দিন আগে থেকে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরে সতর্ক বার্তা জারি করছে প্রশাসন। দক্ষিণ ২৪ পরগনার নামখানা, কুলপি এলাকায় বাড়ি বাড়ি গিয়ে পুলিশ প্রচার চালাচ্ছে। সরিয়ে নেওয়া হচ্ছে সমুদ্রের পাশে বসবাসকারী মানুষদের। দিঘা, ফ্রেজারগঞ্জ, পাথরপ্রতিমা ইত্যাদি জায়গায় প্রবল প্রভাব পড়তে পারে 'ইয়াস'-এর । দিঘার জন্য প্রশাসন বাড়তি সতর্কতা নিয়েছে। ওল্ড দিঘায় এনডিআরএফ রয়েছে। তারা সতর্কতা জারি করার জন্য সাইরেন বাজাচ্ছে। এনডিআরএফ দিঘার মানুষদের সাইক্লোন শেল্টারে, ফ্লাড শেল্টারে নিয়ে যাচ্ছে। গাছ কাটার জন্য যন্ত্র নিয়ে তারা প্রস্তুত। এছাড়াও সোমবার ৯০ জনের আধা সেনার একটি দল দিঘা পৌচচ্ছে। দিঘায় বিভিন্ন হোটেল ভাড়া করে এই এলাকার করোনা আক্রন্তদের রাখার ব্যবস্থা করা হয়েছে।

 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.