Header Ads

জেল না বেল? বৃহত্তর বেঞ্চে নারদ মামলার শুনানি

 


কলকাতা : বৃহত্তর বেঞ্চে নারদ মামলার শুনানি। সকাল ১১ টা থেকে এই শুনানি শুরু। প্রসঙ্গত, গত শুক্রবার দুই বিচারপতির মধ্যে রায়ে দ্বিমত থাকায় তাদের এই ডিভিশন বেঞ্চের মামলা বৃহত্তর বেঞ্চে স্থানান্তরিত হয়। তবে জেল হেফাজত থেকে অব্যাহতি দিয়ে পরবর্তী রায় না আসা পর্যন্ত তাঁদের গৃহবন্দি থাকার নির্দেশ দেওয়া হয়। যদিও ফিরহাদ হাকিম এবং শোভন চ্যাটার্জি এই মুহূর্তে গৃহবন্দি অবস্থায় রয়েছেন। অন্যদিকে, সুব্রত মুখার্জি এবং মদন মিত্র তাঁরা এখনও এসএসকেএম-এ চিকিত্‍সাধীন রয়েছেন।

বৃহত্তর বেঞ্চে পাঁচজন বিচারকের দল গঠিত হয়েছে। নারদ মামলায় গত সোমবার ফিরহাদ, শোভন, মদন ও সুব্রতকে গ্রেপ্তার করে সিবিআই। যদিও এই নিয়ে সারাদিন জুড়ে অনেক নাটক হতে থাকে। বিকেলে তাঁদের জামিন মঞ্জুর হলেও ফের রখতে জামিনে স্থগিতাদেশ দেওয়া হয়। তারপর গত বুধ ও শুক্রবার জামিন মামলায় দুই পক্ষের মধ্যে আদালতে সওয়াল জবাব চলে। অভিষেক মনু সিঙ্ঘভি সাওয়াল করে বলেন, ফিরহাদ, সুব্রত এঁরা জনপ্রতিনিধি।

তাঁদের এই করোনার সময় অনেক কাজ রয়েছে। সেক্ষেত্রে তাদেরকে আটকে রাখার কোনও মানেই হয় না। অন্যদিকে, সিবিআইয়ের আইনজীবী জামিনের তীব্র বিরোধিতা করেন। যদিও রায় নিয়ে শুক্রবার দুই বিচারকের মধ্যে মতানৈক্যের সৃষ্টি হয়। তার ফলে বৃহত্তর বেঞ্চে গিয়েছে মামলা। আজ সেই বেঞ্চে মামলার শুনানি হবে। তাঁদের জামিন মঞ্জুর হবে নাকি ফের তাঁদের জেলবন্দি হতে হবে তার রায় মিলতে পারে আজই।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.