Header Ads

আমি হারলে মুখ্যমন্ত্রী হতাম না মমতাকে খোঁচা বিপ্লব দেবের, পশ্চিমবঙ্গ জ্বলছে

নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : আমি যদি নিজের নির্বাচন কেন্দ্র  বনমালিপুর থেকে হেরে যেতাম তবে মুখ্যমন্ত্রী পদে শপথ নিতাম না। ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে এই মন্তব্য করেন। মমতা তার কেন্দ্র নন্দীগ্রাম থেকে বিজেপির শুভেন্দু অধিকারীর কাছে পরাজয় বরণ করেন।  বিজেপি মুখ্যমন্ত্রী দেব  পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসা  বন্ধে মমতা রাজধর্ম পালন করছে না বলে অভিযোগ করেন। বিশিষ্ট অভিনেতা মিঠুন  চক্রবর্তী আজ এক  টুইট বার্তায়  পশ্চিমবঙ্গের হিংসার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, মানুষের  জীবন নিরাপত্তা আগে রাজনীতি পরে। অসমের স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা বলেছেন, অসমে  একটি ঘটনাও  ঘটেনি  কেউ কাউকে কটু  কথাও বলেনি। পশ্চিমবঙ্গের কুচবিহার  থেকে প্রায় ৩০০ হিন্দু মুসলিম মানুষ তৃণম  সমর্থকদের অত্যাচারে অতিষ্ঠ  হয়ে অসমের ধুবুড়ি জেলাতে প্রবেশ করেছে। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনয়াল  ডিজিপি এবং জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন পালিয়ে আসা মানুষগুলোকে  থাকা  খাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়। বিজেপি নেতা স্বপন দাশগুপ্ত  টুইট করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অবিলম্বে  বাহিনী পাঠিয়ে  বীরভূম জেলার  নানুরের   ঘটনায় আক্রান্ত হাজার হাজার  বিজেপি সমর্থক হিন্দু সাম্প্রদায়ের ভীত সন্ত্রস্ত মানুষদের রক্ষা করার দাবি জানিয়েছেন। গুয়াহাটি পাণ্ডু মালিগাঁও ও ঝালুকবাড়ি  বিজেপি  কর্মীরা  বঙ্গে  বিজেপি  সমর্থকদের উপর  অত্যচর  নিয়ে  প্রতিবাদ করেছে।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.