আবার বিধায়ক লেহরাম বড়ো করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন
নয়া
ঠাহর প্রতিবেদন,
গুয়াহাটি : বি পি
পি এফ দলের পর ইউ পি পি এল দলের বিধাযক লেহরাম বড়ো করোনা
আক্রান্ত হয়ে আজ ভোরে
মারা গেলেন। গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে শেষ শ্রদ্ধা জানাতে বিধানসভার
অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারী, মন্ত্রী চন্দ্র মোহন পাটোয়ারী প্রমুখ গিয়েছিলেন।
মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শোক প্রকাশ করেছেন। আজ মুখ্যমন্ত্রী জানিয়েছেন ৭ জুনের
মধ্যে সংক্রমণ অনেকটা কমবে। ১৫ জুনে
লকডাউন তুলে দেওয়া হবে। পশ্চিমবঙ্গে ১৫ জুন
পর্যন্ত লকডাউন জারি করা হয়েছে। অসমে গত ২৪ ঘন্টায় ৫৬১৩ জুনআক্রান্ত
হয়েছে। ৭৭ জনের
মৃত্যু হয়েছে। আরোগ্যের হার ৮৫.২৫
শতাংশ। বিজেপি সরকারের সাত বছর উপলক্ষ্যে মুখ্যমন্ত্রী আজ কোভিড
আক্রান্ত পরিবারের অনাথ
শিশুদের ৩৫০০ টাকা
সাহায্য ঘোষণা
করেন। অনাথ যুবতীর বিয়েতে ৫০ হাজার
টাকা দেবে সরকার। মুখ্যমন্ত্রীর
নির্দেশে সারা রাজ্যে মাদক চোর ধরা
শুরু হয়েছে। ৪০ জনকে
গ্রেফতার করা হয়েছে।
কোন মন্তব্য নেই