Header Ads

ভাষা শহিদ বীরেন্দ্র সূত্রধরের কন্যাকে হুমকি প্রদর্শন ও অপমান করার প্রতিবাদে দুস্কৃতীকারীর শাস্তির দাবি শিলচরের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের

শিলচর : ভাষা শহিদ বীরেন্দ্র সূত্রধরের কন্যাকে হুমকি প্রদর্শন ও অপমান করার প্রতিবাদে অবিলম্বে দুস্কৃতীকারীর পরিচয় প্রকাশ্যে আনা ও শাস্তির দাবিতে জেলা প্রশাসনের উপর একযোগে আবেদন করার সিদ্ধান্ত নিল শিলচরের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া সংগঠন, লেখক, শিল্পী, কলাকুশলী ও শহরের সচেতন নাগরিকরা।

ভাষা শহিদ কন্যা মধুমিতা সূত্রধরকে ভিটেছাড়া করার উদ্দেশ্যে ঘৃণ্য ষড়যন্ত্র চালাচ্ছেন শিলচরের এক প্রভাবশালী তথাকথিত সাংস্কৃতিক কর্মী। সম্প্রতি এই মর্মে স্থানীয় সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে এবার দুস্কৃতিকারীর পরিচয় জনসমক্ষে প্রকাশ ও যথোপযুক্ত শাস্তির দাবিতে একযোগে জেলা প্রশাসনের নিকট দাবি জানানোর সিদ্ধান্ত নিল শিলচরের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ক্রীড়া সংগঠন, লেখক, শিল্পী,কলাকুশলী ও শহরের সচেতন নাগরিকবৃন্দ।

এক রেকর্ডেড প্রেস বার্তায় এদিন নিম্নলিখিত স্বাক্ষরকারীগণ জানান যে সংবাদ মাধ্যম সূত্রে এই খবর পেয়ে তাঁরা স্তম্ভিত । যিনি ভাষাজননীর সম্মান রক্ষার্থে নিজ প্রাণ উৎসর্গ করলেন তার কন্যাকে যদি তথাকথিত এক সাংস্কৃতিক কর্মীর নিকট প্রমাণ দিতে হয় তিনি ভাষাশহীদের কন্যা এর চেয়ে দুর্ভাগ্যের বিষয় আর কি হতে পারে ? তারা বলেন একাদশ ভাষা শহিদদের পরিবারের কারোর প্রতিই উপযুক্ত সম্মান প্রদর্শন করতে পারেনি এই উপত্যাকার জনগন। সরকারি স্বীকৃতি তো জোটেনি , উল্টে চরম আর্থিক দুর্গতির শিকার হতে হয়েছে অনেককেই। এমনকি বীরেন্দ্র সূত্রধরের স্ত্রী ধনকুমারী সূত্রধরেরও জীবিকা নির্বাহের জন্য সারা জীবন সংগ্রাম করে যেতে হয়েছে। এটা সার্বিক লজ্জার কথা। তাঁদের প্রশ্ন - আসাম আন্দোলনে যারা শহিদ হয়েছেন তাঁদের পরিবারের প্রতি এরকম বঞ্চনার কথা কি কেউ কল্পনা করতে পারেন? শিলচর পৌরসভা থেকে রাধামাধব রোড সংলগ্ন এলাকায় মাত্র দুকাঠা জমি বরাদ্দ করা হয়েছে সূত্রধর পরিবারকে যেখানে তারা কোনক্রমে কালাতিপাত করছেন। কিন্তু এবার ব্যাক্তিগত স্বার্থে যদি কেউ সেই জমি থেকে জোর জবরদস্তি উ উঠিয়ে দেবার চেষ্টা করেন তবে তারা কোন অবস্থায়ই তা মেনে নেবেন না। তাঁরা বলেন যে বর্তমান কোরোনা পরিস্থিতির জন্য তাঁরা এই ব্যাপারে জেলাশাসককে স্মারকলিপি দিয়ে উঠতে পারেননি, তবে আগামী এক দুদিনের মধ্যে তারা দোষীর নাম প্রকাশ্যে আনা ও শাস্তির দাবিতে জেলাশাসকের সাথে দেখা করবেন। তারা সংবাদ মাধ্যম সূত্রে জেলাশাসক কে একই সঙ্গে আবেদন জানাচ্ছেন যে এরকম একটি স্পর্শকাতর ব্যাপারে তিনি যেন স্বপ্রণোদিত হয়ে পদক্ষেপ নেন। কারণ এই বিষয়ের সাথে এই উপত্যকার আবেগ জড়িয়ে আছে। একই সাথে শিলচর পৌরসভা কর্তৃপক্ষকে অবিলম্বে উক্ত জমি সংক্রান্ত সমস্ত বকেয়া কাগজপত্র শহীদ কন্যা মধুমিতা সূত্রধরের হাতে তুলে দেবার সবিশেষ অনুরোধ জানিয়েছেন তারা। সেইসঙ্গে জমির চতুরসীমার স্থায়ী দেওয়াল সরকারি খরচে তৈরি করে দেওয়ার জন্য দাবি জানিয়েছেন।

ইতি

ইতি

১)  শ্রী নিখিল পাল ,সাধারণ সম্পাদক রূপম, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থা

২) শ্রী সুব্রত ভট্টাচার্য ,সভাপতি ,

সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ ,শিলচর।

৩) শ্রী গৌতম প্রসাদ দত্ত ,সাধারণ সম্পাদক, বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন, কেন্দ্রীয় সমিতি।

৩) শ্রী জয়ন্ত দেব রায়, সম্পাদক ,বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন কাছাড় জেলা সমিতি।

৪) শ্রী তমাল কান্তি বণিক, প্রাক্তন চেয়ারম্যান, শিলচর মিউনিসিপাল বোর্ড

৫) শ্রী বিজয় খান, সভাপতি, গণ সুর শিলচর

৬)  শ্রী নিশিথ চক্রবর্তী, সম্পাদক, পূবালী

৭) শ্রী আশিস ভৌমিক ,সম্পাদক, চেতনা শিলচর

৮) শ্রী চিত্রভানু ভৌমিক, নাট্যকার

৯)  শ্রী অশোক রাজকুমার, সম্পাদক দশরূপক

১০) শ্রী বিশ্বজিৎ দাস ,কোরাস, শিলচর

১১) বিশ্বজিৎ দত্ত, সম্পাদক, নাট্যাঙ্গন

১২) শ্রী রাজিব কর ,সাধারণ সম্পাদক  ভাষা শহীদ স্টেশন শহীদ স্মরণ সমিতি, শিলচর

১৩)  শ্রী অমিত সিকদার , বাচিকশিল্পী

১৪) শ্রীমতি পাঞ্চালি দত্ত ,সংগীতশিল্পী

১৫) শ্রীমতি সুমিতা ভট্টাচার্য , সম্পাদিকা,মৈত্রেয়ী সংঘ, শিলচর

১৬)  শ্রী প্রদীপ দত্তরায় ,চিফ বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট, শিলচর

১৭) শ্রী কল্পার্নব গুপ্ত,চিফ  বরাক ডেমোক্রেটিক ইয়থ ফ্রন্ট শিলচর

১৮) শ্রী কমল চক্রবর্তী, বীক্ষণ সিনে কমিউন, শিলচর

১৯) শ্রী শেখর দেব রায়, কালচারাল ইউনিট ,শিলচর ।

২০) শ্রী দেবাশীষ চক্রবর্তী, নাট্যাঙ্গন শিলচর

২১) শ্রী অভিজিৎ ধর, সভাপতি সমকাল

২২) শ্রী বুদ্ধদেব চৌধুরী ,রাজ্যিক সহ-সভাপতি ,সারা আসাম উচ্চতর মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী সংস্থা

২৩) শ্রী শান্তনু পাল, ভাবিকাল ,শিলচর

২৪)শ্রী  সুব্রত রায়  ,গণ সুর, শিলচর

২৫) শ্রী সব্যসাচী পুরকায়স্থ , বাচিকশিল্পী

২৬) শ্রী সব্যসাচী রুদ্র গুপ্ত ,সভাপতি,

 এসো বলি 

২৭)  শ্রী নিলু দাস, সম্পাদক কোরাস

২৮) শ্রী গোরা  চক্রবর্তী ,সম্পাদক, সমকাল

২৮) শ্রী শান্তনু সেন গুপ্ত ,সম্পাদক সারস্বত

২৯)  শ্রী জয়দীপ ভট্টাচার্য ও রূপক চক্রবর্তী ,নেতাজী সুভাষ চন্দ্র বসু সেবা সংস্থা ,শিলচর

৩০) শ্রী অতনু ভট্টাচার্য্য , কল্লোল সংঘ শিলচর

৩১) শ্রীমতি মৌটুসী বিশ্বাস, সংস্কৃতিকর্মী শিলচর

৩২) শ্রী তমোজিত সাহা, সম্পাদক, উজ্জ্বল পান্ডুলিপি 

৩৩) শ্রী কার্তিক রায় ,সম্পাদক, বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন, লক্ষীপুর আঞ্চলিক সমিতি।

৩৪) শ্রী পরিতোষ চন্দ্র দত্ত, মার্চ ফর সাইন্স, শিলচর 

৩৫) শ্রী পরিতোষ চক্রবর্তী ,পুবালি, শিলচর

৩৬) শ্রী সুদীপ্ত দেব রায়। সংগীতশিল্পী

৩৭) শ্রী  কৃশানু ভট্টাচার্য্য ,সাধারণ সম্পাদক ,পিপলস সাইন্স সোসাইটি শিলচর।

৩৮) শ্রীমতি মৌমিতা বিশ্বাস, অধ্যক্ষা, সৃষ্টি শিলচর,

৩৯) শ্রী সীমান্ত ভট্টাচার্য, কার্যকরী সভাপতি, মাতৃভাষা ঐক্যমঞ্চ ,     উধারবন্দ

৪০) শ্রীমতি জয়স্রী ভূষণ, সংস্কৃতিকর্মী

৪১) শ্রী  অসীম ভট্টাচার্যসম্পাদক,মৃত্তিকা

৪২) শ্রী মন্টু শুক্ল বৈদ্য, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মী

৪৩) শ্রী দিব্যেন্দু সোম সম্পাদক দলছুট

৪৪) শ্রী প্রদীপ দাস, সহ-সভাপতি সাংস্কৃতিক বিভাগ ,জেলা ক্রীড়া সংস্থা, শিলচর,


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.