ভিএইচপির সহযোগীতায় শ্রীগৌরী হাসপাতালে কোভিড ভেকসিন শিবির
সুব্রত দাস, বদরপুর : বদরপুরে ৮ টি স্থানে মিনি ভেকসিন সেন্টার করার জন্য স্বাস্থ্য বিভাগের কাছে আবেদন জানিয়েছিল বদরপুর বিশ্ব হিন্দু পরিষদ বদরপুর প্রখণ্ড। মঙ্গলবার ভেকসিন দেওয়ার জন্য আলাদা ভাবে ব্যবস্থা করা হয়। এতে হাসপাতাল কতৃপক্ষকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় বিশ্ব হিন্দু পরিষদের সেবা বিভাগ। বিশ্ব হিন্দু পরিষদের করিমগঞ্জ জেলা সম্পাদক বিশ্বজিত নাগ চৌধুরীও এই শিবির থেকে ভেকসিন নেন। উপস্থিত ছিলেন বদরপুর প্রখণ্ডের সেবা প্রমুখ রাজু দে,দুর্গা বাহিনীর সংযোজিকা পূজা গোয়ালা,দক্ষিণ-পূর্ব প্রান্তের সহ সেবা প্রমুখ নিরুপম আচার্য সহ অন্যান্য কার্যকর্তারা।
কোন মন্তব্য নেই