Header Ads

অসমের শাসক দলের ঘোষণা, জনতা ২ই মে-র অপেক্ষায়

নয়া ঠাহর, বরাক নিউজ ব‍্যুরো: দীর্ঘদিন প্রতীক্ষা পর আসছে ২মে ফলাফল ঘোষণার দিন। অসমেও ঐদিন বিধানসভা ১২৬টি আসনের ফলাফল ঘোষণা করবে নির্বাচন কমিশন। সব দলের মধ্যে অপেক্ষার পারদ বাড়ছে। কোন দল এবার একুশের বিধানসভার রাজপটে শাসনাধীন হচ্ছেন? জনতা এরই অপেক্ষায় ভোটের ফলাফল জানার মূহুর্ত্তের জন্য উদগ্রীব। বরাকেও জমে উঠেছে বিভিন্ন রাজনৈতিক ফলাফল নিয়ে আলোচনার আড্ডা । ভোটের ফলাফল নিয়ে অনুমানিক মাপকাঠির নিরন্তর হিসাব-নিকাশ চলছে এই কোভিড-19 ভাইরাসের সংক্রমণ সময়ও। বিজেপি দল পাচ্ছে কি হান্ড্রেড প্লাস আসন? অন‍্যদিকে, বতর্মান বিজেপি  শাসকদলকে কংগ্রেস মহাজোট  ক্ষমতাচূত করতে চলেছে বলে একাংশের অনুমান। কংগ্রেস ও এইউডিএফ-র রাজনৈতিক সমর্থকরাদেরও তাই ধারণা।  এখন শুধু সময়ের অপেক্ষা।গুয়াহাটির বেসরকারি নিউজ চ্যানেল DA News Plus এর Exit Poll হিসেবে বরাকের ১৫ টি আসনের মধ্যে বিজেপি পাবে ৩ থেকে ৭টি আসন,কংগ্রেস ৩ থেকে ৭টি আসন,এআইইউডিএফ ৪ থেকে ৫টি আসন,অগপ পেতে পারে একটি মাত্র আসন।
https://youtu.be/H5vW4yWy-L4

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.