Header Ads

মুখ্যমন্ত্রী ধুবড়ি, শ্রীরামপুর অঞ্চলের কোভিড পরিস্থিতি দেখেন, রাজ্যে ৫ জুন পর্যন্ত কারফিউ বৃদ্ধি

নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আজ  স্বাস্থ্য মন্ত্রী কেশব মহন্ত, বি টি সি প্রধান প্রমোদ বড়োকে সঙ্গে নিয়ে বাংলাদেশ সীমান্তবর্তী ধুবুড়ি ও পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী  শ্রীরামপুর গেট কোভিড পরিস্থিতির খবরাখবর নেন  গত ২৪ এপ্রিল থেকে অসমে ৩৮৩৪ গাড়ি প্রবেশ করেছে, তার মধ্যে ১৪ হাজারের বেশি গাড়ি চালকের কোভিড টেস্ট করা হয়।  মুখ্যমন্ত্রী  রাপিড এন্টিজেন টেস্ট এবং আর টি পি সি আর টেস্ট বেশি করে করার নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী জানান, অসমে প্রতিদিন ৬০০০ হাজারের আশেপাশে আক্রান্তের সংখ্যা  দেখা যাচ্ছে। প্রতিদিন শতাংশ মৃত্যুর সংখ্যা হয়েছে।  ধুবড়ি জেলাতে প্রতিদিন গড়ে ১৫০ জন আক্রান্ত হচ্ছে। প্রতিবেশী রাজ্য থেকে এসে  ভ্যাকসিন নিয়ে যাচ্ছে  বলে অভিযোগ উঠেছে। মুখ্যমন্ত্রী সীমান্তে কড়া নজর দিতে বলেন জেলা প্রশাসনকে।   রাজ্য আর ১০ দিন,জুন  পর্যন্ত কারফিউ  বৃদ্ধিআর্ন্ত  জেলা  পরিবহন বন্ধ  থাকবে। গ্রাম এলাকায় বেলা টা  থেকে  কারফিউ। আজ নতুন এস ও পি  জারি করে  এই ঘোষণা  হয়েছে। ১৫  জুনের   মধ্য করোনা   নিয়ন্ত্রণে  আসবে । করোনার তৃতীয়  ওয়েভ কে মাথায় রেখে  সরকার প্রতিটি   মেডিকেল  কলেজ  এ শিশুদের  জন্যে   বেড    রাখা হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.