অসম বিধানসভার অধ্যক্ষ পদে বিশ্বজিৎ দৈমারি, উপাধ্যক্ষ পদে ডাক্তার নমল মোমিনের মনোনয়ন পত্র দাখিল
নয়া
ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : অসম বিধানসভার
অধ্যক্ষ পদে রাজ্য সভার প্রাক্তণ
সদস্য, পানেরির ইউ পি পি এলের বিধায়ক
বিশ্বজিৎ দৈমারি এবং বোকাজানের
বিজেপি বিধায়ক ডাক্তার নমল মোমিন আজ মূখ্যমন্ত্রী হিমন্ত
বিশ্ব শর্মা, বিজেপি
সভাপতি রঞ্জিত দাস অগপ সভাপতি অতুল বরা প্রমুখদের
সঙ্গে নিয়ে বিধানসভার মুখ্য প্রধান সচিবের কাছে
মনোনয়ন পত্র দাখিল করেন। বিরোধী
দলের পক্ষ্যে কোনো দল এই পদ দাবি করেনি। তাই
অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ বিরোধী কংগ্রেস ও এআই ইউ ডি এফ দলের
সমর্থন পেয়ে সর্ব সম্মতভাবে বিশ্বজিৎ দৌমারি ও উপাধ্যক্ষ
ডাক্তার নমল মোমিন নির্বাচিত হবেন। শুধু আনুষ্ঠিকভাবে ঘোষণাটুকু বাকি থাকলো।। কাল
থেকে ১৫ তম
বিজেপি জোট সরকারের প্রথম বিধানসভার সংক্ষিপ্ত অধিবেশন শুরু হবে। ২১ ,২২ ও ২৪ এই
তিনদিন অধিবেশনে অন্যান্যদের সঙ্গে কারা বন্দি কৃষক
মুক্তি সংগ্রাম সমিতির নেতা রাইজর দলের সভাপতি অখিল গগৈ ও
শপথ গ্রহণ করবেন। তিনি শিবসাগর থেকে জয়লাভ করেন। জাতীয়
তদন্তকারি সন্থা বা এন আই এ অখিলকে শপথ গ্রহণের অনুমতি দিয়েছেন।









কোন মন্তব্য নেই