Header Ads

৪০ বছর পর ধুবুড়ির রূপসী বিমান বন্দরে বিমান অবতরণ করলো

নয়া ঠাহর প্রতিবেদন, ধুবড়ি : ৪০  বছর পর ধুবুড়ির রূপসী বিমান বন্দর চালু হল। আজ কলকাতা থেকে ৩৪ জন  যাত্রী নিয়ে ১১.৪০ মিনিটে রূপসী বিমানবন্দরে অবতরণ করে   ফ্লাই বিগ কোম্পানির এই বিমান প্রতিদিন গুয়াহাটি থেকে  ধুবুড়ি হয়ে কলকাতা যাবেআবার ফিরে আসবে একই রুটে। অবিভিক্ত গোলপাড়ার  জেলার এই বিমানবন্দর  গৌরীপুরে অবস্থিত, ব্রিটিশ আমলে উত্তর -পূর্বাঞ্চলে অস্ত্রস্ত্র বহন করার জন্য ব্যবহার করা হত। বর্তমানে বি টি এ ডি জেলায় এই বিমানবন্দর আশির দশকে একবার চালু হয়েছিল পরে বন্ধ হয়ে যায়। ধুবুড়ির এ আই ইউ ডি এফ সাংসদ বদরুদ্দিন আজমল বহুবার সংসদে বিমান চালুর দাবি জানিয়ে ছিলেন। চালু হওয়ার ফলে পশ্চিমবঙ্গ সহ উত্তর-পূর্বাঞ্চলর মানুষ উপকৃত হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.