রাজ্যের সিন্ডিকেট নিয়ে মূখ্যমন্ত্রীর মন্তব্যকে স্বাগত জানাল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট
শিলচর : সম্প্রতি গৌহাটিতে আসাম পুলিশের মূখ্য কার্যালয় সফর করতে গিয়ে সাংবাদিক সম্মেলনে মূখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নাগরিকদের রাজ্যে সিন্ডিকেটের ব্যাপারে কোনো প্রামান্য তথ্য থাকলে তা অবিলম্বে তা ডি আই জি কে জানানোর অনুরোধ করেছেন, এবং এসবের বিরুদ্ধে সক্রিয় পদক্ষেপ নেবার ইঙ্গিত দিয়েছেন। মূখ্যমন্ত্রীর এই মন্তব্যকে স্বাগত জানাল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট।
এক প্রেসবার্তায় বি বি এফ মূখ্য আহ্বায়ক প্রদীপ দত্তরায় বলেন যে তিনি গত দু'বছর ধরে এই সিন্ডিকেটরাজ নিয়ে সোচ্চার রয়েছেন। পরবর্তীতে বিডিএফও এই ইস্যু নিয়ে সরব হয়েছে। মূখ্যমন্ত্রীর এই মন্তব্য তাই প্রশংসনীয়। তবে মূখ্যমন্ত্রীর যদি এই ব্যাপারে সদিচ্ছা থেকে থাকে তবে বরাকে যেসব সিন্ডিকেট চলছে তার বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া জরুরী। কারণ কয়লা ,বালি, পাথর সহ বিভিন্ন পন্য নিয়ে এখানে অনেকদিন ধরে সিন্ডিকেটের রমরমা চলছে। এর মাধ্যমে একশ্রেণীর নেতা পাতিনেতাদের অবস্থা রাতারাতি বদলে গেছে, অন্যদিকে সরকার প্রাপ্য ট্যাক্স থেকে বঞ্চিত হচ্ছেন। এক বেসরকারি হিসেব অনুযায়ী গত দু' বছরে এরজন্য সরকারের ২০০০ কোটি টাকা ক্ষতি হয়েছে।
প্রদীপ বাবু বলেন নির্বাচনের প্রাক্কালে এই ইস্যু নিয়ে অনেকেই সরব হয়েছিলেন কিন্তু বর্তমানে শাসক , বিরোধী দল সবাই আবার নিঃশ্চুপ হয়ে রয়েছেন। তিনি বলেন কোভিডজনিত বর্তমান পরিস্থিতিতে এমনিতেই সরকারের আয় হ্রাস পেয়েছে। অথচ শুধু বরাক উপত্যকায়ই স্বাস্থ্য ও শিক্ষা পরিকাঠামো উন্নয়ন থেকে শহরের ড্রেনেজ, সেতু , উড়ালপুল সহ অনেক উন্নয়নমূলক প্রকল্পের বাস্তবায়ন অবিলম্বে জরুরি। তাই এই পরিস্থিতিতে সিন্ডিকেট দুর্নীতির জন্য যদি সরকার প্রাপ্য টাকা থেকে বঞ্চিত হয় তবে এর জন্য হয়তো ভুগতে হবে সেই সাধারণ নাগরিকদেরই । তিনি আশা প্রকাশ করেন যে মূখ্যমন্ত্রী এখন থেকে এই ব্যাপারে সতর্ক থাকবেন ও বরাকের সিন্ডিকেট রাজের অবসানকল্পে কঠোর ব্যবস্থা নেবেন।বিডিএফ মূখ্য আহ্বায়ক বলেন যে তেমন হলে এই ব্যাপারে সরকারকে সর্বাত্মক সহযোগিতা করবে বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট।
বিডিএফ মিডিয়া সেলের পক্ষ থেকে এক প্রেস বার্তায় এই খবর জানিয়েছেন আহ্বায়ক হৃষীকেশ দে ও জয়দীপ ভট্টাচার্য।








কোন মন্তব্য নেই