Header Ads

গাছ বন্ধু চিপকো, আন্দোলনের জনক সুন্দর লাল বহুগুনা আজ চলে গেলেন

অমল গুপ্তগুয়াহাটি : দেশে ব্যাপক হারে করোনা সংক্রমণদেশ বিপর্যস্তমানুষ   দিশেহারা এই সময় এমন একজন উজ্জ্বল ব্যক্তিত্ব চলে গেলেন, যা হাজার জন রাজনীতিবিদ চলে গেলেও ক্ষতি ছিল না। দেশকে সবুজ করার শপথ নিয়েছিলেন। গাছকে বাঁচাও নিজে বাঁচ দেশকে বাঁচাও   এই ব্রত নিয়ে উত্তরপ্রদেশের চামেলি জেলা বর্তমানে উত্তরাখণ্ডের এক পাহাড়ি গ্রামে গাছ  বাঁচানোর ব্রত নিয়ে এক অভিনব  কর্মসূচি গ্রহণ করে ছিলেন সুন্দর লাল বহুগুনা। দেশের বিশিষ্ট প্রকৃতিপ্রেমী   সুন্দরের  পুজারী   সুন্দরলাল গ্রামের গাছগুলো   অসাধু কাঠুরেদের হাত থেকে রক্ষা করার জন্যে  গ্রামের মহিলা সমাজকে ডাক দিয়ে ছিল কেউ গাছ  কাটতে এলেই  গাছকে জড়িয়ে  ধরুন। চেপে ধরুন। তাই আজ চিপকে। আন্দোলন বলে  সারা দেশে পরিচিতি লাভ করেছিল। সেই গাছ বন্ধু সুন্দর লাল আজ   উত্তরাখন্ডের ঋষিকেশের এইমস এ ৮৮ বছর বয়সে  শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার আগের জন্মস্থান উত্তরপ্রদশের গঙ্গা আজ দূষিত।  করোনা সংকৃমনে তিনি মারা গেলেন   সেই করোনা আক্রান্ত  হাজার হাজার মরদেহ সেই পবিত্র গঙ্গা নদীতে  ভাসিয়ে দেওয়া হচ্ছে। পাহাড় নদী  গাছ গাছড়া সব দূষিত  আকাশ বাতাস দূষিত। সেই গাছ বন্ধুর দেশ উত্তরপ্রদেশের বুক খালি করে সুন্দরলাল চলে গেলেন। এই  দুঃসময়ে  আমার প্রিয় নায়ক চলে গেলেন। তাকে গুয়াহাটিতে পেয়েছিলাম। এক সাক্ষাৎকারে তিনি আমাকে অনেক কথা বলেছিলেন। গুয়াহাটি   বশিষ্ট শান্তি গ্রামের  মাটির মেঝেতে বসে   বড় বড় সাদা  দাড়ির মানুষটি  অনেক দুঃখ প্রকাশ করে  বলেছিলেন আজকের যুবপ্রজন্মের  কাছে পরিবেশ  প্রকৃতির কোনো মূল্য নেই । পাহাড়  নদী জঙ্গল সব নিঃশেষ   হয়ে যাবে, তখন বুঝবে আমরা কি হারালাম। একান্ত সাক্ষাৎকারে বলেছিলেন, এই উত্তর-পূর্বাঞ্চল থেকে হিমালয়ের  রেঞ্জ শুরু হয়েছে, অজানা সব গাছ বন  জঙ্গলে ভরা। জৈব বৈচিত্রে সমৃদ্ধ যা আজ সব ধ্বংস হয়ে যাচ্ছে তাকে বাঁচানোর মানুষের বড় অভাব। এই অঞ্চলের  পাহাড় পরিবেশ দেখতে এসেছিলাম কিন্তু আরো মন খারাপ  হয়ে গেল। হিমালয় রেঞ্জের পাদদেশের  সবুজ রক্ষা করতে না পারলে  দেশ বাঁচবে না। তার এই  সতর্ক বার্তা আজও আমাকে  ভাবাই। এই সুন্দরলাল দেশের রাষ্ট্রপতিকে এক পত্র দিয়ে  প্রশ্ন তুলেছিলেন দেশের গাছ গাছড়া পশু পাখি কি দেশের নাগরিক হিসেবে বেঁচে থাকার অধিকার পাবে না? তিনি আরও বলেছিলেন, নির্বাচনের সময় রাজনৈতিক দলগুলো   ইস্তাহার প্রকাশ করে  মানুষের জন্যে নানা পরিকল্পনা কথা বলা হয়। কিন্তু  গাছ বন জঙ্গল রক্ষার কোনো  পরিকল্পনা থাকে না কেন?   

 



কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.