Header Ads

বিজেপি প্রধানমন্ত্রীর "দু-গজ কি দুরি" মানেনি

নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বার বার বলছেন, করোনা উদ্ভুত পরিস্থিতিতে সাবধানে থাকতে হবে। মুখে মাস্ক আর সামাজিক দূরত্ব বিধি মানতে হবে। "দু গজ কি দুরি" এই   ব্যবধান মানতে হবে। এখন বিজ্ঞানীরা বলছেন, দু-গজ নয় কম  করে   মিটার  ব্যবধান রাখতে হবে। বিজেপি নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হল গতকাল শ্রীমন্ত কলা ক্ষেত্রে। সেখানে এই কোভিড প্রটোকল মানা হয়নি।  প্রধানমন্ত্রীর "দু-গজ কি দুরি " কোথায় ছিল? গুয়াহাটি  সহ কামরূপ মেট্রো  জেলাতে ১৫০০ বেশি  আক্রান্ত হয়েছে। ২৪ ঘন্টায় রাজ্যযে ৬০০০ আক্রান্ত  হয়েছে। ৭৭ জনের  মৃত্যু  হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.