Header Ads

প্রতি মিনিটে তিনজন ভারতীয় করোনা আক্রান্ত হয়ে মারা যাচ্ছে


দিল্লি-কলকাতা : দেশে ভয়ঙ্করভাবে করোনা সংক্রমণ বাড়ছে। প্রতি মিনিটে ৩ জন ভারতীয় মারা যায় বলে ফিনান্সিয়াল এক্সপ্রেস সহ বিভিন্ন জাতীয় সংবাদপত্র সূত্রে জানা গেছে। আগামী ঈদ উৎসবে কোভিড প্রটোকল মেনে চলার আহবান জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দিল্লির শাহী ইমাম। গত ২৪ ঘন্টায়  ৩ লাখ ২৬ হাজার  মানুষ আক্রান্ত হয়েছে। ভয়ানক খবর এসেছে উত্তরপ্রদেশের বক্সা থেকে সেখানে কোভিড রোগে মৃত দেহ না জ্বালিয়ে গঙ্গা নদীতে ফেলে দেওয়া হচ্ছে। এই উত্তরপ্রদেশে আক্রান্ত মৃতদেহের পোশাক পরিচ্ছদ চুরি করে ধুয়ে দামি  কোম্পানির লেভেল লাগিয়ে বাজার বিক্রি করা হচ্ছে। উত্তর প্রদেশে সরকার নেই। দেশে সব রাজ্যে কালোবাজারে দেদার  রেমডিসিভি, অক্সিজেন, পি পি ই  কিট, করোনা সংক্রান্ত ঔষধপত্র  বিক্রি  হচ্ছে বলে অভিযোগ আসছে। কোনো প্রতিকার নেই। সুপ্রিমকোর্ট এই সব  অপরাধীদের ফাঁসি দেবার কঠোর নির্দেশ দিয়েছিলেন। সেই ঐতিহাসিক  রায়কে  কার্যকর করার সৎ সাহস সরকারের আছে কি? গত ২৪ ঘন্টায় দেশে আক্রান্ত হয়েছে ২,২৬,০২,৫৬৯ জন। মারা গেছে ২,২২,৯৬,৪১৪ জন এই ২৪ ঘন্টায় আক্রান্ত ৪,০৩,৭৩৮ জন। এই সময় মারা গেছে ২,৪২,৩২৬ জন। ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠছেন ১,৮৩,১৭,৪০৪ জন। পশ্চিমবঙ্গে  মোট আক্রান্ত ৯,৯৩,১৫৯ জন। ২৪ ঘন্টায় আক্রান্ত ১৯,৪৪১জন। ২৪ ঘন্টায় মৃত ১২৪ জন। অসমে ২৪ ঘন্টায় প্রায় ৬ হাজার আক্রান্ত হয়েছে, মারা গেছে প্রায় ৮০ জন। সারা বিশ্বে  করোনা আক্রান্ত হয়েছে ১৫,৯০,৩৭,৭৩৫, মৃত্যু হয়েছে ৩৩,০৮৩৯৮ জনের। এরপরও বিপদের দিনে মানুষ মানুষের পাশে দাঁড়াচ্ছেন না।মরদেহ নিয়ে রাজনীতি করছে,ব্যবসা করছে। মুনাফা লুটছে, বড় লজ্জা বড় পরিতাপের কথা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.