বিশ্ব শ্রমিক দিবসে দেশ জুড়ে ১৮-৪৪ বছর বয়সীদের টিকাকরণ শুরু, রাশিয়ান টিকা স্পুটনিক ভি এল
অমল গুপ্ত, গুয়াহাটি : ১ মে আর্ন্তজাতিক শ্রমিক দিবসে দেশে ১৮ বছর বয়স থেকে ৪৫ বছর পর্যন্ত টিকাকরণ শুরু হয়েছে। দেশে এ পর্যন্ত ২ কোটিরও বেশি লোক টিকা নেবার জন্য নাম নথিভুক্ত করেছেন। দেশে ১৮ বছরের বেশি মানুষের সংখ্যা প্রায় ৯৬ কোটি। এই বৃহৎ পরিমাণ মানুষকে টিকা দিতে ২০ হাজারেরও বেশি টাকা খরচ হবে। কেন্দ্রীয় সরকার বিনামূল্যে টিকা দেওয়ার আশ্বাস দিলেও সিরাম ও বায়োটেক থেকে কোভিশিল্ড বা কোভ্যাক্সিন ভ্যাকসিন কিনে নেওয়ার জন্যে রাজ্য সরকারগুলোকে বলা হয়েছে। বেসরকারি হাসপাতালগুলোকে এই টিকা বেশি টাকা দিয়ে কিনতে হবে। কোভিশিল্ড রাজ্যগুলিকে প্রতি ডোজ ৪০০ টাকা থেকে কমিয়ে ৩০০ টাকা করা হয়েছে। কোভ্যাক্সিন প্রতি ডোজ ৬০০ টাকা থেকে কমিয়ে ৪০০ টাকা করা হয়েছে। কিন্তু বেসরকারি হাসপাতালের ক্ষেত্রে দাম কমানো হয়নি। পশ্চিমবঙ্গ সরকার আজ থেকে টিকাকরণ শুরু করতে পারেনি। অনেক রাজ্যে এই টিকাকরণ নিয়ে সমস্যা হয়েছে। অসমে যথারীতি টিকাকরণ শুরু হয়েছে। ভারত ঔষধ প্রস্তুতকারী দেশ হিসেবে বিশ্বে অন্যতম হলেও এবার করোনা সংক্রমণ দেখিয়ে দিয়েছে ভারত কত অসহায়। ভারত বিশ্বের প্রায় ১০০টি দেশে ভ্যাকসিন পাঠিয়ে ছিল। অক্সিজেন সহ বহু ঔষধ রপ্তানি করেছে। আজ দেশে অক্সিজেন এর অভাবে রেমিডিসিভির অভাবে বহু মানুষের প্রাণ গেল। আজও স্বাভাবিক নয়। মর্গে স্থান নেই। শ্মশানে লাইন, দিনের পর দিন মরদেহ পরে থাকছে। পচন ধরছে। এক অমানবিক হৃদয়বিদারক ছবি দেশের রাজধানী দিল্লি থেকে কর্ণাটক। স্বাধীনতার ৭০ বছর পরও চিকিৎসার ক্ষেত্রে দেশকে পরনির্ভরশীল হয়ে থাকতে হচ্ছে। লজ্জার কথা, বাংলাদেশ, ভুটান, থাইল্যান্ড, হংকং, সিঙ্গাপুর, ব্রিটেন, জার্মানি, আমেরিকা, কুয়েত, সৌদি আরব, ফ্রান্স, আয়ারল্যান্ড এমনকি মরিশাসও অক্সিজেন সহ ঔষধ প্রতিষেধক নিয়ে ভারতে হাজির হয়েছে। ভারতের পাশে সবাই একথা বলে সন্তোষ প্রকাশ করার কোনো মানে নেই ভারতের দুর্বলতা প্রকাশ পেল। দেশের এই জটিল পরিস্থিতিতে আমেরিকা প্রেসিডেন্টের প্রধান চিকিৎসা উপদেষ্টা Dr. Fauci ভারতে কয়েক সপ্তাহের জন্যে পুরো লকডাউনের সুপারিশ করেছেন। তিনি চীনের উদাহরণ তুলে বলেছেন একমাত্র লকডাউনের মাধ্যমে চীন করোনাকে নিয়ন্ত্রণ করেছে। ভারতে অবশ্য কয়েকটি রাজ্য আংশিক লকডাউন রাতের কারফিউ। পশ্চিমবঙ্গে আংশিক লকডাউন ঘোষণা করেছে। মেঘালয় আজ আগামী ১০ মে পর্যন্ত লকডাউন ঘোষণা করেছে। অসমে রাতের কারফিউ ৭ মে পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল প্রথম মন্ত্রী সভার বৈঠক ডেকে সকল মন্ত্রীকে নিজের নিজের কেন্দ্রে গিয়ে মানুষের অভাব অভিযোগ শুনে ব্যবস্থা নেবার নির্দেশ দিয়েছেন। জন-ধন কর্মসূচি অনুযায়ী গরিব মানুষ যাতে বিনামূল্যে খাদ্য ও আর্থিক সাহায্য পায়, তা সুনিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। তিন অক্সিজেন সহ সব প্রতিষেধকের খবর নিতে বলেছেন। আগামীকাল পদুচেরি, তামিলনাড়ু, কেরালা, পশ্চিমবঙ্গ ও অসমের ফল ঘোষণা হবে। এই সময় যাতে কোনো ধরনের অশান্তি না হয় তা নিয়ে আজ পশ্চিমবঙ্গ অসমের নিবাচনী অফিসাররা জরুরি বৈঠকে বসে। পশ্চিমবঙ্গের রাজ্যপালের কাছে আজ হঠাৎ অভিনেতা মিঠুন চক্রবর্তী গিয়ে হাজির হন। তাকে মুখ্যমন্ত্রী পদে কি বিজেপি প্রজেক্ট করবে? রাজনৈতিক মহলে এই প্রশ্ন ঘুরছে। জবাব পেতে আর ১৫, ১৬ ঘন্টা অপেক্ষা করতে হবে। একটা ভালো খবর, রাশিয়ান টিকা স্পুটনিক ভি "র দেড় লাখ ডোজ ভারতে এল। আজ হায়দ্রাবাদ বিমান বন্দরে এল। ভারত আগেই এই টিকার ছাড়পত্র দিয়েছে। দিল্লি মেহরলার ব্যাত্রা হাসপাতালে আজ বিনা অক্সিজেন মারা গেলেন ১২ জন রুগী। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল অভিযোগ করেছেন প্রয়োজন অনুযায়ী কেন্দ্রে দিল্লিকে অক্সিজেন দিচ্ছে না। গুজরাটের ভারুচ কোভিড হাসপাতালে আগুন লেগে ১৬ জন রুগী ও ২ জন নার্স মারা গেছেন। প্রধানমন্ত্রী এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। দেশে বেলাগাম করোনা সংক্রমণ, ভোট শেষ হয়েছে এরপরও পশ্চিমবঙ্গে অশান্তি অব্যাহত। আজ বোমা নিস্ক্রিয় করতে গিয়ে বোম স্কোয়াডের এক পুলিশের প্রাণ গেল।









কোন মন্তব্য নেই