মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাতর আহ্বানে তাৎক্ষণিক ভাবে সাড়া দিলেন আলফা কমান্ডার পরেশ বড়ুয়া
অমল গুপ্ত, গুয়াহাটি : মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার
প্রথম সাংবাদিক সম্মেলনের সময়ে আলফা (স্বাধীন)কমান্ডার ইন চিফ পরেশ বড়ুয়া সাড়া দিলেন। জানিয়ে দিলেন ও এন জি সি -র
কর্মীকে তারা তিন দিনের মধ্যেই ছেড়ে দেবেন। মুখ্যমন্ত্রীর সাংবাদিক সম্মেলনের বক্তব্যে আলফা কমান্ডার খুব খুশি
সেকথাও জানাতে কার্পণ্য করলেন না। গুয়াহাটির টিভি চ্যানেল ডি ওয়াই ৩৬৫-এর বিশেষ প্রতিনিধি
অতনু ভুঁইযাকে সরাসরি টেলিফোন করে আলফার স্বঘোষিত কমান্ডার পরেশ
বড়ুয়া এই আশ্বাস দেন। তিনি বলেন, তাদের হেফাজতে থাকা রাতুল শইকিয়া সুস্থ আছে। তিনদিনের মধ্যেই ছেড়ে দেওয়া হবে। আলফা নেতা বলেন এই প্রথম অয়েল ইন্ডিয়া
থেকে সরকার কত টাকা রোয়ালিটি পায় তা মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে জানালেন। আগে কোনো মুখ্যমন্ত্রী জানাননি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন সরকার
বছরে ১৮ হাজার কোটি টাকা রোয়ালিটি
পাই। আলফা নেতা তা উল্লেখ করে বলেন, রাজ্যের আর্থিক উন্নয়নে অয়েল ইন্ডিয়াকে কাজ করতে হবে। দুদিন আগেই মুখ্যমন্ত্রীর উপর আস্থা প্রকাশ করে
পরেশ বড়ুয়া বলেছিলেন, রাহুল গান্ধীর মুখের ওপর উপযুক্ত জবাব দিয়ে হিমন্ত
বিশ্ব শর্মা বেড়িয়ে এসে সৎ সাহস দেখিয়েছিলেন।
হিমন্ত বিশ্ব শর্মা আজ খানাপাড়া স্টাফ কলেজের প্রেক্ষাগৃহে সাংবাদিক সম্মেলনে বলেন, ওয়েল ইন্ডিয়া আর ওএন জি সি অসমকে
রোয়ালিটি, জি এস টি সহ
বিভিন্ন ক্ষেত্রে আর্থিক সাহায্য দিচ্ছে। অসম
সরকারের দায়িত্ব আরও বেশি অর্থ আদায় করা।
সাধারণ এক কর্মীকে অপহরণ করে কোনো লাভ নেই। বলেন, আলফা যদি ভাল প্রস্তাব কেন্দ্রে পাঠায় তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সঙ্গে সঙ্গে ইতিবাচক সাড়া দেবেন
সেই বিশ্বাস তার আছে। মুখ্যমন্ত্রী আজ রাজ্যের কোভিড উদ্ভুত
জটিল পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানান। বলেন, বর্তমানে করোনা সংক্রমণ কিছুটা কমেছে। আশার বার্তা বলা যেতে পারে। তিনি
করোনা প্রতিষেধক নিয়ে বলেন ৪৫ বছরের উর্দ্ধের ব্যাক্তিদের ভ্যাকসিন কেন্দ্র দেবে। ১৮ থেকে ৪৪ বছর বয়সিদের টিকা রাজ্য সরকার
দেবে। ইতিমধ্যে ১১৯ কোটি টাকার ভ্যাকসিন
কেনা হয়েছে। তিনি প্রতিজন মানুষ নিজেদের অর্থে কয়েকজনকে টিকা দিয়ে সেবামূলক কাজ করে শুভ কাজের অভিনব জন আন্দোলন গড়ে তোলার ডাক দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, নিজেদের জন্মদিনে বা মায়ের জন্মদিনকে চির স্মরণীয় করে রাখতে একজনকে অন্তত ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করুন। একজন দিতে ৮০০ টাকা পড়বে। বলেন, সরকারের এই আবেদনে সাড়া না দিলেও ক্ষতি
নেই সরকার যে কোনোভাবে টিকার বাবস্থা করবে। তিনি বলেন, কোভিড নিয়ন্ত্রণে গঠিত অসম আরগ্য নিধিকে মুখ্যমন্ত্রী
রিলিফ ফান্ড থেকে অর্থ দেওয়া হবে। আজ ৫০ কোটি টাকার চেক স্বাস্থ্য মন্ত্রী কেশব মহন্তর হাতে তুলে দেওয়া হবে। রাজ্যে নতুন করে সংক্রমিত মারাত্মক ব্ল্যাক ফ্যাঙ্গাস
সম্পর্কে বলেন, এই রোগকে অতিমারী হিসাবে গণ্য করে তা নির্মূলের
বাবস্থা করা হবে। কাল স্বাস্থ্য মন্ত্রী কেশৰ
মহন্ত বিস্তারিতভাবে জানাবেন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, রাজ্যের বিশিষ্ট বুদ্ধিজীবী হোমেন বাবুর স্মৃতি রক্ষা করতে গুয়াহাটি
মারিগও সড়কটি তার নামে উৎসর্গ করা হবে।









কোন মন্তব্য নেই