Header Ads

বেলা ২ টা থেকে পরদিন ভোর ৫ টা পর্য্যন্ত টোটাল কারফিউ জারি, রাস্তায় বেরোলেই শাস্তি

অমল গুপ্ত, গুয়াহাটি : অসমের কোভিড পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। ২৪ ঘন্টায় ৬০০০ আক্রান্ত, মৃত্যু  ১০০ ছুঁই ছুঁই। হিমন্ত বিশ্ব শর্মা  বিজেপি জোট সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে। কাল থেকে নতুন এসওপি জারি করে বেলা  টা থেকে পরদিন ভোর টা পর্যন্ত  কারফিউ জারি করেছে। আজ রাজ্যের মুখ্যসচিব জিষ্ণু বড়ুয়া এবং ডিজিপি ভাস্করজ্যোতি মহন্ত আজ সাংবাদিক সন্মেলনে এই ঘোষণা করেন। বলেন, রাস্তায় বেরোলেই  শাস্তির মুখে পড়তে হবে। ডিজিপি বলেন, বেরোলেই পুলিশের লাঠি খেতে হবে। আগামীকাল থেকে হাট বাজার, বিদ্যালয়, সরকারি বেসরকারি অফিস সব ১৫ দিন বন্ধ  থাকবে। গুয়াহাটি  মহানগরের দোকান-পাট, ব্যবস্য প্রতিষ্ঠান সব বেলা টার মধ্যে বন্ধ করতে হবে। গ্রামাঞ্চলে বেলা টার মধ্যে বন্ধ করতে  হবে। হোটেল রেস্তোরা  বেলা টা বন্ধ করলেও হোম ডেলিভারী করতে পারবে। বিবাহ পার্বন অন্ত্যেষ্টিক্রিয়াতে ১০ জনের বেশি উপস্থিত থাকতে পারবে না। মন্দির, মসজিদ সহ সব ধর্মীয় স্থান বন্ধ থাকবে।  বাস যানবাহনে ৩০ শতাংশর বেশি যাত্রী তোলা  যাবে না। অটো, রিকশাতে জন যাত্রীর বেশি তোলা যাবে না।  ব্যক্তিগত গাড়ি যুগ্ম জোর, জর নম্বর ভিত্তিতে পথে নামার অনুমতি মিলবে। জেলা পরিবহন অফিসার সিদ্ধান্ত নেবেন। সংবাদ মাধ্যম, ডাক্তার, এম্বুলেন্স, জরুরি কারণে নথিপত্র দেখিয়ে পথে নামতে পারবে  মুখ্যসচিব  ও ডিজিপি  জনগণকে কঠোরভাবে কোভিড বিধি মানার নির্দেশ দিয়েছেন। মুখে মাস্ক ও  দূরত্ব বিধি না মানলে  শাস্তি পেতে হবে। কোভিড বিধি না মেনে কোনো এলাকায় পার্টি, সমাবেশ দেখলে সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে খুনের অভিযোগে পুলিশ থানায় এফআইআর করার হুঁশিয়ারি দিলেন ডিজিপি ভাস্কর মহন্ত। মুখ্যসচিব  জিষ্ণু বড়ুয়া  জানান পরিস্থিতি জটিল হলে সরকার  এক অৰ্থনৈতিক প্যাকেজ ঘোষণা করতে পারে। গতকাল প্রথম সাংবাদিক  সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত ও অর্থনৈতিক প্যাকেজ ঘোষণার কথা জানান। কারফিউ বেশি দিন চললে  গরিব শ্রমজীবী মানুষদের কাজ থাকবে না, তাদের   রেশন বাবদ সরকার কিছু টাকা দিতে পারে। তবে সরকার বিস্তারিত জানায়নি।   জেলায় কোভিড পরিস্থিতি দেখতে প্রতিজন মন্ত্রীকে দুটি করে জেলা সফর করে বিস্তারিত জানিয়ে প্রতিবেদন দাখিলের  নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী নিজে প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনয়ালর কেন্দ্র মাজুলি যাবেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.