বৌদ্ধিক জগতের উজ্জ্বল জ্যোতিষ্ক , সংবাদ জগতের স্তম্ভ হোমেন বরগোহাই প্রয়াত
নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : অসমের সমাজ জীবনের প্রতিটি ক্ষেত্রে যার অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়,যার চিন্তাশীল মনন,বুদ্ধিমত্তাকে স্যালুট করতে হয়,সেই রাজ্যের বিশিষ্ট বুদ্ধিজীবী, চিন্তাশীল সাহিত্যিক সাংবাদিক, হোমেন বরগোহাই আজ ভোরে গুয়াহাটির স্থানীয় এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অসম সাহিত্য সভার প্রাক্তন সভাপতি , নিয়মিয়া বার্তা র মুখ্য সম্পাদক চিন্তাশীল কলাম লেখক হোমেন বাবু অসমীয়া বাঙালি জনগোষ্ঠীর কাছের মানুষ। কলকাতা থেকে প্রকাশিত আজকাল এ শক্তিশালী স্তম্ভ লেখক, তার মৃত্যু একটা যুগের অবসান হল। তার মত শক্তি শালী কলাম লেখক, চিন্তাশীল উজ্জ্বল ব্যক্তিত্ব চলে গেলেন এক এক শূন্যতার সৃষ্টি হল তা কোনোদিন পূরণ হবে না। তার মৃত্যু তে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা থেকে শুরু করে সব জনগোষ্ঠীর মানুষ গভীরভাবে শোকাহত জাফা, দিসপুর প্রেস ক্লাব,গুয়াহাটি প্রেস ক্লাব, বাংলা নিউজ পোর্টাল "নয়া ঠাহর ""এর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়।








কোন মন্তব্য নেই