নয়া ঠাহর, গুয়াহাটি: ",স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার উত্তর পূর্বাঞ্চল ও এস বি আই ফাউন্ডেশন যৌথভাবে অসম সরকার কে 120 টি অক্সিজেন বেড উপহার দিয়েছে। এস বি আই এর উত্তর পূর্ব জোনের প্রধান আর এস রমেশ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হাতে এই বেডের অনুমতিপত্র প্রদান করেন।
কোন মন্তব্য নেই