"অসমীয়া না জানলে নিজেদের রাজ্য বানান" বরাকে প্রতিবাদের ঝড়
নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : বরাক উপত্যাকাকে আজও
ভালভাবে মেনে নেয়নি ব্রহ্মপুত্র উপত্যকার
মানুষ। বরাকের প্রায় ৪০ লাখ হিন্দু মুসলিম
মানুষ ভাল করে না পারলেও অসমীয়া ভাষাতে কথা বলেন। অসমীয়া ভাষা কৃষ্টিকে ধরে রেখেছে। কিন্তু তাদের অপরাধ বাঙালি স্বাভিমান ধরে রেখেছে। নিজেদের
মাতৃ ভাষা মায়ের দুধের ভাষা বাংলা ভাষাকে বুকে আগলে রেখেছে। তাই ১৯ মে এই ভাষার জন্যে
প্রাণ আহুতি দিয়েছেন বরাকের তর তাজা ১১ টি প্রাণ। তাদের সম্মানটুকু
না কংগ্রেস না বিজেপি সরকার কেউ দেয় নি। অথচ ওই তারিখে বাংলা মনিপুরী ভাষার পরীক্ষার দিন ধার্য্য করেছে অসম হায়ার
সেকেন্ডারি এডুকেশন কাউন্সিল, তার প্রতিবাদ করেছে বরাকের ২৫টি সংগঠন। এই সময় কাউন্সিলের
চেয়ারম্যান দয়ানন্দ বুরাগোহাই
এক সাক্ষাৎকারে বলেছেন, বরাকের মানুষ অসমিয়া বলে যদি নিজেদের পরিচয় দিতে না চান, বাঙালি হিসাবে থাকতে চান
তাহলে অসম থেকে সরে গিয়ে নিজেদের রাজ্য বানান। এরপর আকসার মুখ্য উপদেষ্টা প্রদীপ দত্ত রায় সাংবাদিক সম্মেলন ডেকে ওই
অফিসারের পদত্যাগ দাবি করে তীব্র আন্দোলন গড়ে তোলার ডাক দিয়েছেন। তিনি আজ জানান ২৫ টি সংগঠন এই
আন্দোলনে সামিল হয়েছে। পরীক্ষা বাতিলের দাবিতে ২৬ এপ্রিল বরাক বন্ধের
ডাক দিয়েছে। বরাক বিদ্বেষ মন্তব্যের জন্যে হায়দরাবাদের সিম
বিও সিস আর্ন্তজাতিক
বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্রী প্রথমা দত্ত রায় শিলচর সদর থানায়
পাঁচটি ধারায় অভিযোগ দায়ের করেছেন। বরাক ডেমোক্র্যাটিক ইউথ ফ্রন্টে পক্ষ্যে কল্পনাভ
গুপ্ত ও একই থানায় এফ আই আর করেছেন।









কোন মন্তব্য নেই