Header Ads

১২ টা থেকে ভোর ৫টা পর্যন্ত কারফিউ,আলফার তিন মাস অস্ত্রবিরতি

নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : কাল রবিবার থেকে রাজ্যে বেলা ১২ টা থেকে কারফিউ ভোর ৫টা পর্যন্ত চলবে। আগের বেলা টার পরিবর্তে বেলা ১২টা থেকে কারফিউ জারি করা হবে। দোকান পাট,  ব্যবসা বন্ধ হবে বেলা টার পরিবর্তে বেলা ১১ টা। গ্রামে আগের যতই সন্ধ্যা টা থেকে কারফিউ। রাজ্যে নতুন করে করোনা সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষিতে মুখ্যসচিব জিষ্ণু বড়ুয়া নতুন এস ও পি জারি করেছেন।  স্বাস্থ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শর্মা আজ বলেন ৫০ বছরের উর্দ্ধে করোনা আক্রান্ত ব্যক্তিদের হাসপাতালে যেতেই হবে হোম আইসলেশনের অনুমতি দেওয়া হবে। তিনি আজ তিনসুকিয়া জেলার   ডিগবয়ে  বিস্ফোরণে নিহত ব্যক্তি সঞ্জিত সিং এবং সুরজিৎ  তালুকদারের বাড়িতে গিয়ে সমবেদনা জ্ঞাপন করেন। লাখ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেন। আহতদের চিকিৎসার সব ব্যবস্থার কথা জানান। মুখ্যমন্ত্রীর তিনসুকিয়া সফরের সময়  আলফার কমান্ডার ইন চিফ পরেশ বড়ুয়া তিন মাসের জন্য  সামরিকভাবে অস্ত্র বিরতির কথা ঘোষণা করে বিবৃতি পাঠান। ডিগবয়ের ঘটনায় আলফা জড়িত নয়  নতুন সরকারকে  বিপদে ফেলার জন্য অন্য কেউ করেছে বলে দাবি করেছে।  মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা  আলফার এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.