বাংলায় ভোট কুরুক্ষেত্রের সপ্তম দফা
নয়া
ঠাহর প্রতিবেদন, কলকাতা : পশ্চিমবঙ্গে আজ সপ্তম দফা ভোট কুরুক্ষেত্র
অশান্তি দিয়েই শুরু হয়েছে। ৫ টি জেলার ৩৪ টি আসনে
ভোট হচ্ছে। ৮১ লাখ ৯৬ হাজার
ভোটার ২৬৭ জনের
ভাগ্য নির্ধারণ করবেন। প্রায় ৮০০ কোম্পানি
কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে ভোট হলেও অশান্তিকে
আটকানো যায়নি। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টচাৰ্য্য
অসুস্থতার জন্যে ভোট দিলেন না। মুখ্যমন্ত্রীর
ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়
কলকাতা মিত্র ইনস্টিটিউটে ভোট
দিয়ে যথারীতি নির্বাচন কমিশনকে দোষারোপ করে দাবি করেন মমতা
বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার মুখ্যমন্ত্রীর মসনদে বসবেন। কেউ আটকাতে পারবে না। আজ
মুর্শিদাবাদের ফারাক্কার ৫৬ নম্বর
বুথে ভোট দিতে গিয়ে শিশু পদ মন্ডল নামে এক বৃদ্ধ গরমে অসুস্থ হয়ে
পড়েন। হাসপাতালে নিয়ে গেলে মারা যান। গতকাল
ভাট পাড়ায় বোমাবাজির ঘটনায় আহত এক
ছাত্র অনুরাগ সাউদ আজ মারা যান। আজ মুর্শিদাবাদের রাণীনগরে এক বিজেপি পার্থীর গাড়ি
ভাঙচুর করার অভিযোগ উঠেছে। মালদহ জেলার
রাতুয়া, গাজলে গন্ডগোল হয়েছে। তৃণমূল
কর্মীদের বিরুদ্ধে কেন্দ্রীয় বাহিনীর লাঠি চার্জের
অভিযোগ এসেছে। জামুড়িয়া যে সি পি এম পার্থী ঐশী ঘোষকে বুথে
ঢুকতে কেন্দ্রীয় বাহিনী বাধা দেয় বলে অভিযোগ করা হয়েছে। কলকাতা বালিগঞ্জে এক বিজেপি নেতাকে পুলিশ গ্রেফতার করায় বিজেপি
পার্থী লোক নাথ চ্যাটার্জী থানায় গিয়ে অভিযোগ করেন।
মুর্শিদাবাদের এক কেন্দ্রে কংগ্রেস প্রার্থী মাস্কের ভেতরে টাকা ভোরে বিলি করেন বলে অভিযোগ।
শেষ একদফার আগের ভোট দুপুর পর্যন্ত
বড় ধরণের গন্ডগোলের খবর
নেই। তবে করোনা বিধি কেউ মানেনি ভোটের লাইন
উপচে ভিড় দুগজ দুরত্ব বিধি কেউ মানছে না। অধিকাংশের মুখে মাস্ক নেই। মুর্শিদাবাদ মালদহ
জেলাতে কোভিড প্রটোকল না মানা ভোটারের সংখ্যা অনেক বেশি
দেখা গেল। আগের মত ই ভি এম বিভ্রাট ছিল। আগামী ২৯ এপ্রিল শেষ
আট দফার ভোট। ২ মে ভোট
গণনা। একসঙ্গে
৫ রাজ্যে। তামিলনাড়ু, কেরালা, পদুচেরি এবং অসমের ফলাফল
ঘোষণা করা হবে। মুখ্যমন্ত্রী
মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কেন্দ্রে ভোট দেওয়ার পর দাবি করেন ২০০ ভোটের
ব্যবধানে তৃণমুল
জিতবে। তিনি নির্বাচন কমিশনের বিরুদ্ধে বলেন, নিজেদের পছন্দের অফিসারদের দিয়ে ভোট করা হল।
তার পছন্দের তৃণমুল নেতা অনুব্রত মন্ডলকে গরু পাচারের অভিযোগে সিবিআই
তলব করেছে। তিনি বলেন, অনুব্রতকে
বলে দিয়েছি যেতে হবে না। বিজেপি
সভাপতি জে পি নাড্ডা দাবি করেন, তারা
ম্যাজিক ফিগার পেয়ে গেছে। বিজেপি ক্ষমতায় আসবে।
আজ ৮০ শতাংশের
বেশি ভোট পড়েছে। শেষের দিকে আসানসোলে গন্ডগোল
হয়েছে। বিভিন্ন বুথে কেন্দ্রীয় বাহিনী প্রার্থীদের
আটকিয়ে দিয়েছে বলে অভিযোগ এসেছে।









কোন মন্তব্য নেই