করোনা,দেশে এক দিনে নতুন সংক্রমন তিন লাখ ৫৩ হাজার, এই অবস্থায় দায়ী নির্বাচন কমিশনকে দায়ী করলেন মাদ্রাস হাই কোর্ট
অমল
গুপ্ত, গুয়াহাটি : দেশে করোনা সংক্রমণে
লাগাম টানা সম্ভব হচ্ছে না। বেড়েই চলছে নতুন করে এক দিনে সংক্রমিত হয়েছে তিন লাখ ৫২ হাজার ৯৯১ জন। এই সময় মৃত্যু হয়েছে ২ হাজার ৮১২ জন। দেশে
মৃত্যু হল এক লাখ ৯ হাজার ৫০ জনের।
আজ নতুন করে এক লাখ সংক্রমণ হয়েছে।
দেশে ব্যাপকহারে ভ্যাকসিন দেওয়া চলছে। ১ মে থেকে
১৮ বছরের
উর্দ্ধে ব্যাক্তিদের টিকা
দেওয়া শুরু হবে বলে প্রধানমন্ত্রী তার মন কি বাতে ঘোষণা করেছেন। এপর্যন্ত দেশে প্রায় ১৫ কোটি
ব্যক্তিকে এই টাকা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তার পি এম কেয়ারের তহবিল দিয়ে দেশের প্রতি জেলার হাসপাতালে একটি
করে অক্সিজেন প্ল্যান্ট
বসানো হবে। অক্সিজেনের ওপর
আমদানি শুল্ক রেহাই দিয়েছে কেন্দ্র। এছাড়া, তরল অক্সিজেন কেবল হাসপাতালে ব্যাবহারের কঠোর
নির্দেশ দিয়েছে কেন্দ্র। শিল্পের
কাজে তা ব্যবহার করার অনুমতি দেওয়া হবে না। ব্রিটেন, সিঙ্গাপুর,
ভুটান, ভারতকে
অক্সিজেন সরবরাহ করছে। আমেরিকা
এগিয়ে এসেছে। অসমে
এপর্যন্ত নতুন করে ২৪ ঘন্টায় ১৮৪৪ জন
আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১৪ জনের।
কামরূপ মেট্রো গুয়াহাটিসহ ৭৯১ জন
সংক্রমিত হয়েছে। ৫,৪৫ শতাংশ
হারে সংক্রমণ হয়েছে। কংগ্রেস সভাপতি রিপুন বরা নির্বাচন অফিসার নীতিন
খারের হাতে এক পত্র দিয়ে অভিযোগ করেছেন, বর্তমান বিজেপি কেয়ার টেকার
সরকার কোভিড বিধি নিয়ে নীতিগত সিদ্ধান্ত নিতে পারে না। তার জবাবে বিজেপি সভাপতি
রঞ্জিত দাস আজ বলেন, এই
পরিস্থিতিতে বিজেপি হাত গুটিয়ে বসে থাকতে পারে না। কোভিড নিয়ে সরকার সক্রিয় বলে
এই রোগ অনেকটা নিয়ন্ত্রণে আছে। তিনি হিসাব নিকাশ করে জানিয়ে দিলেন, বিজেপি সরকার ক্ষমতায় আসছে। কোনো সন্দেহ নেই। কংগ্রেস ঘোড়া
কেনা বেচার কথা বলে নাটক করছে। বিজেপির ঘোড়া কেনার প্রয়োজন
নেই। আগামী ১ মে থেকে দেশে ১৮ বছর
থেকে ৪৫ বছর
পর্যন্ত লোকদের ভ্যাকসিন বিনামূল্যে দেবে কেন্দ্রীয় সরকার। কভ্যাক্সিন
প্রস্তুতকারী কোম্পানি ভারত বায়োটেক সরকারি
হাসপাতালে প্রতি ডোজ বেঁধে দিয়েছে ৬০০ টাকা, বেসরকারি হাসপাতালে ১২০০ টাকা। অপরদিকে, সিরাম
ইনস্টিটিউট কোভিশিল্ডের দাম
ধার্য্য করেছে সরকারি হাসপাতালে ৪০০ টাকা,
বেসরকারি হাসপাতালে ৬০০ টাকা আর
কেন্দ্রীয় সরকারকে ১৫০ টাকা
ডোজ বিক্রি করবে। আর্ন্তজাতিক সংবাদ মাধ্যম দাবি
করেছে দক্ষিণ আফ্রিকার ব্রাজিল ভাইরাস ই৪৮৪কে, কালিফনিয়ার এল ৪৫২ আর
মিউট্যান্ট ভাইরাসের থেকেও
ভারতের বি ১,৬১৭ ভাইরাস
অনেক বেশি মারাত্মক। বাতাসে ছড়াচ্ছে আগের থেকে কয়েকগুণ বেশি শক্তিশালী। যাকে ভারতের নিজস্ব সংক্রমণ বা ভাইরাস
বলা হচ্ছে। গণ
সংক্রমণ হচ্ছে এই ডাবল মিউট্যান্ট ভাইরাসের প্রভাব। আরব দেশ, ব্রিটেন
থেকে অক্সিজেন মোবাইল প্যান্ট আজ ভারতকে পাঠিয়েছে।
ভারতের করোনা ডাবল মিউটেন্ট সংক্রমণে বাংলাদেশ
ও ভারতের নাগরিককে সেদেশে প্রবেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে
বলে জানা গেছে। কর্ণাটক সরকার আজ ১৪ দিনের
জন্য লকডাউন জারি করেছে। দেশের অন্যতম তীর্থক্ষেত্র
পুরীর জগন্নাথ মন্দির ১৫ মে পর্যন্ত
বন্ধ ঘোষণা করা হয়েছে। মাদ্রাস হাইকোর্টের প্রধান বিচারপতি
সঞ্জীব ব্যানার্জী আজ এক রায় দিয়ে দেশে কোভিড পরিস্থিতির
জন্যে নির্বাচন কমিশনকে দায়ী করে যে সব অফিসার কোভিড বিধি অম্যন্য করে
নির্বাচনী সভা করার অনুমতি দিয়েছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
কেন গ্রহণ করা হচ্ছে না তার জবাব চেয়েছে প্রধান বিচারপতি। আগামী ২ মে ভোট গণনার সময় যাতে
কোভিড বিধি কঠোরভাবে মানা হয় তার নিশ্চয়তা চেয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক নির্দেশ দিয়েছে করোনার দ্বিতীয় ওয়েভ
আটকাতে বাড়িতেও মাস্ক পড়ে থাকা উচিত। বাইরের
মানুষকে বাড়িতে আমন্ত্রণ জানানো উচিত নয়। বলেছে একজন ব্যাক্তি মাসে ৪০৬ জনকে
সংক্রমিত করতে পারে।









কোন মন্তব্য নেই