নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : অক্সিজেনের অভাবে মানুষ মারা যাচ্ছে মিজোরামের লুংলে পাহাড়ের জঙ্গল দাবানলের গ্রাসে অক্সিজেন পুড়ে ছারখার। মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা বায়ু সেনার হেলিকপ্টার চেয়েছেন। এখনও পাহাড় জঙ্গলের আগুন নেভানো সম্ভব হয়নি। রাজধানী আইজল থেকে দমকল গেছে। এর আগেও একবার পুড়েছিল।
কোন মন্তব্য নেই