Header Ads

মাওবাদীদের আক্রমণে বদলা নেওয়া হবে, গুয়াহাটিতে বসে হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর


অমল গুপ্ত, গুয়াহাটি :  ছত্রিশগড়ের বিজপুরের জঙ্গলে মাওবাদীদের ভয়ঙ্কর আক্রমণে ২২ জন  জোয়ান নিহত হয়েছেপ্রায় ৩০ জন আহত হয়েছে। অসমের বীর জোয়ান বাবুল রাভা নিহত হয়েছেন। কেন্দ্রিয়  স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ  অসমে ছিলেন, এই খবর পেয়ে নির্বাচনী  সভা বাতিল করে দিল্লি ছুটে যান।  ছত্রিশ গড়ের মুখ্যমন্ত্রী  ভুপেশ বাঘেলা ও অসমে   নির্বাচনী প্রচারে  ব্যস্ত। অমিত  শাহ  মাওবাদীদের হত্যা কাণ্ডের তীব্র নিন্দা করে বলেন, এর উপযুক্ত জবাব দেওয়া হবে।  কেন্দ্র কঠোর থেকে কঠোরতম বাবস্থা গ্রহণ করবে। সি আর পি-র কোবরা বাহিনীর সঙ্গে এই সংঘর্ষ ঘটে। অসমের দুধনই এর বাসিন্দা  বাবলু রাভা ছাড়াও ভবানীপুরের দিলীপ দাস  ও সংঘর্ষ এ নিহত হয়েছেন বলে সংবাদ সূত্রে জানা গেছে।   নিহত রাভার মৃতদেহ আজ গুয়াহাটিতে বিমানে আনা হয়েছে।   অসমে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের প্রচার অভিযানের শেষ দিন  ছিল আজ। আগামী এপ্রিল তৃতীয়   পর্যায়ে নির্বাচনে ৪০ টি আসনে ৩৩৭ জন প্রতিদ্বন্দী, ৭৯ লাখ ১৯ হাজার ৬৪১ জন ভোট দেবেন।  অমিত শাহ আজ  শেষ দিনে  পাঁচগ্রাম  জাগিরোড পেপার মিল খোলার আশ্বাস দিলেন। বললেন, অসমের বাঁশ সম্পদকে সদ্ব্যবহার করে পেপার উৎপাদন করা হবে।  যে আশ্বাস  যে প্রতিশ্রুতি বার বার বিজেপি নেতারা দিয়েছেন। এরপর ও  প্রায় চারবছর ধরে  বন্ধ পেপার মিলে মৃত্যু মিছিল চলছে।   আজ অমিত শাহ বলেন,    উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব অঞ্চলের রাজধানী হিসাবে গুয়াহাটিকে গড়ে তোলার স্বপ্নের কথাও বলেন। তিনি হিমন্ত বিশ্ব শর্মার উপর বেশি আস্থা প্রকাশ করে বলেন, অসমের সাবিক কল্যাণে  হিমন্ত এবং সর্বানন্দ সনয়াল   অসমকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তিনি আবার অসমকে 5 বছরের মধ্যে বন্যা মুক্ত রাজ্য  গড়ার প্রতি শ্রুতি  দেন।  নির্বাচন কমিশনের  নিষেধাজ্ঞা  শেষ হওয়ার পর হিমন্ত বিশ্ব শর্মা আজ জোর প্রচার অভিযান  চালান। তিনি তার কেন্দ্র ঝালুকবাড়ি  অঞ্চলে মা পত্নী পুত্র কন্যা কে হাজির করিয়ে ছিলেন সুয়ালকুচির জনসভায় পত্নী, কন্যা, পুত্র কে পাশে নিয়ে হিমন্ত   মাথা নিচু করে হাত জোড় করে  সবার আশীর্বাদ কামনা করেন।  বলেন এই  ঝালুকবাড়ি তার তপস্যার পূর্ন ভূমি , আমৃত্য তিনি এই ভূমির সেবা করে।যাবেন। বরপেটা নির্বাচনী  কার্য্যালযে আজ 55 লাখ টাকার চুরির ঘটনা ঘটে। ।পোলিং অফিসারদের দেওয়া র জন্যে টাকা রাখা  ছিল।  কংগ্রেস সভাপতি রিপুন বরা, কেন্দ্রীয় নেতা জিতেন্দ্র সিং অভিযোগ করেন বিজেপি  নেতারা রাজ্যে   সাম্প্রদায়িক   প্রচার  চালাচ্ছে। সংকটের সময়  প্রধানমন্ত্রী  স্বরাষ্ট্র মন্ত্রী  অসমে আসার সময় পান না।   বিশিস্ট বামপন্থী নেতা সীতারাম ইয়েচুরি আজ    বাম গণতান্ত্রিক  ঐক্যবদ্ধ আন্দোলনের উপর জোর দেন। ইউ ডি এফ  প্রধান বদ রুদ্দিন আজমল, সাংসদ গৌরব গগৈ, সাংসদ  প্রদদুত বরদলৈ, লুরিজ্যোতি গগৈ  দেবব্রত সইকিয়া  প্রমুখ জোর প্রচার চালান। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনয়াল, অতুল বরা প্রমুখ হিমন্তের  কেন্দ্রে প্রচার   চালান। কারা রুদ্ধ  অখিল গগৈ আবার জেল থেকে চিঠি পাঠিয়ে তার দল ৰাইজৰ দলকে  উজ্জীবিত করার চেষ্টা করেন। পশ্চিমবঙ্গে আজ  বিজেপি প্রার্থী রাজিব বন্দ্যোপাধ্যায় এবং কেন্দ্রীয় নেতা  শাহ জয়ান হোসেনের  রোড শো পুলিশ বন্ধ করে দেয়। মমতা ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ পৈলানে অভিযোগ করেন বিজেপি নেতারা একটাও সত্যি কথা  বলেন না। প্রধানমন্ত্রীর ও দিদি ও দিদি বলে মমতাকে অপমান করা  হল। বিজেপি নেত্রী লকেট  চট্টপাধ্যায় বলেন, প্রধানমন্ত্রী দিদিকে সম্মান দিলেন। নন্দীগ্রাম নিয়ে মমতার।অভিযোগ নির্বাচন কমিশন খারিজ করে দিয়েছে।আজ মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম এ  ৫০ টি তাজা বোমা উদ্ধার করা হয়েছে। আজ পশ্চিমবঙ্গে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী  সাংবাদিকদের কাছে   অভিযোগ করেন কয়লাবালি গরু চালান বাবদ প্রায় ৯০০ কোটি টাকা অভিষেক বন্দ্যোপাধ্যায়র কাছে পৌছিয়ে দিয়েছেন  আই সি অশোক মিশ্র। কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী     বাম নেতা সূর্য্যকান্ত মিশ্র সমর্থন করেন।  যথারীতি তৃণমূল কংগ্রেসের কুনাল ঘোষ বিজেপি কে আক্রমণ করেন। সব অভিযোগ উড়িয়ে দেন। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.