Header Ads

বুনো হাতির আক্রমনে দুজনের মৃত্যু, গুলিবিদ্ধ এক হাতি

নয়া ঠাহর প্রতিবেদন,  গুয়াহাটি : অসমে   হাতি মানুষের   সংঘর্ষ লেগেই আছে। আজ বোকো  রংজুলিতে দুটি পৃথক ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। একজনের নাম দীপক রাভা বলে জানা গেছে। একটি হাতিকে গুলি করে মারা হয়েছে। এদিকে, নিম্ন অসমে ছাগলের বিষাক্ত মাংস খেয়ে টি শকুনের করুন মৃত্যুর খবর পাওয়া গেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.