Header Ads

আগুনে পুড়ে সর্বস্বান্ত চার পরিবার

নয়া ঠাহর প্রতিবেদন, বদরপুর: বদরপুর সমষ্টির ভাঙ্গার মাছলী গ্রামের বিধ্বংসী অগ্নিকাণ্ডে বসবাস কারী চারটি পরিবার সর্বস্ব জ্বলে সর্বস্বান্ত হলেন। ঘটনাটি ঘটে শুক্রবার বিকাল ৪ ঘটিকায়। অনেকে বলেছেন রান্না ঘরের উনুন থেকে আগুন লেগেছে বলে জানিয়েছেন। আবার কারও মতে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। বাড়ি সাফিয়া বেগম,এনাম উদ্দিন,সেলিম উদ্দিন,আব্দুল কালামের পাকা ঘর পুড়ে ছাই হয়ে যায়। পরিবারের সদস্যরা জানান স্কুল সার্টিফিকেট জন্মের প্রমাণ পত্র সহ মূল‍্যবান কাগজ পত্র,ঘরে থাকা সোনা রুপার গয়না সহ নগদ টাকা জ্বলে ছাই হয়ে গেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.