Header Ads

জল পরিশোধন ট্যাংকিতে বাৎসরিক নিষ্কাশনের কাজ করিমগঞ্জ শহরে

নয়া ঠাহর প্রতিবেদন,করিমগঞ্জ : পিএইচইর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে করিমগঞ্জ শহরের জল পরিশোধন ট্যাংকিতে বাৎসরিক নিষ্কাশনের কাজ সোমবার থেকে হাতে নেওয়া হবে। এর ফলে করিমগঞ্জ শহরের জল সরবরাহ মঙ্গল ও বুধবার দুইদিন ব্যাহত হবে । সোমবার বেলা দুইটা থেকে আগামী দুইদিন জল অনিয়মিতভাবে সরবরাহ করা হবে।জনসাধারণকে সহযোগিতার জন্য পিএইচইর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অনুরোধ জানিয়েছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.