Header Ads

আলফার এজেন্ট হিসাবে কাজ করছে পুলিশ?

নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি :  ওএন জি সির তিন অপহৃতকে উদ্ধার করতে  সেনা বাহিনী এবং অসম পুলিশ  বসন্ত বুরাগোহাই  নামে অসম পুলিশকে গ্রেফতার করেছে। বসন্তের সঙ্গী আরও তিন জনের খোঁজ চলছে। দুজনকে উদ্ধার করা হলেও  রাতুল সইকিয়াকে উদ্ধার করা যায় নি। আলফা বলেছে, তারা তিনজনকে ছেড়ে দিয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.