Header Ads

ও এন জি সির অপহৃত তিন কর্মীর মধ্যে দুই কর্মীকে উদ্ধার

নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : গত ২০ এপ্রিল আলফা স্বাধীনর হাতে অপহৃত তিন ওএন জি সি কর্মী অলকেশ ইকিয়া, মোহিনী মোহন গগৈ এবং রিতুল ইকিয়ার মধ্যে গতকাল নাগাল্যান্ডের মন জেলা থেকে প্রথম দুজনকে উদ্ধার করা হয়। রিতুলের খোঁজ নেই। আলফা দাবি করেছে, তারা তিনজনকে মন জেলাতে ছেড়ে দিয়েছে।  আলফা স্বাধীন বার বার অপহরণ কান্ডে জড়াচ্ছে বেআইনি কাজ করছে,  কিন্তু রাজ্যের সংবাদ মাধ্যম বা বুদ্ধিজীবী মহলকে জোরালো প্রতিবাদ করতে দেখা যায় না। বিস্ময়করভাবে চুপ থাকে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.