দেশের প্রধান বিচারপতি পদে নু থালাপতি ভেঙ্কট রামানা
নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : রাষ্ট্রপতি রামনাথ কবিন্দ সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি পদে এন ভি রামানাকে শপথ বাক্য পাঠ করান। তিনি প্রধান বিচারপতি এস এ ববদের স্থলাভিষিক্ত হলেন। অন্ধ্রপ্রদেশের কৃষক পরিবারের সন্তান দিল্লি হাইকোর্টেরও প্রধান বিচারপতি পদে ছিলেন। সদ্য প্রাক্তন প্রধান বিচারপতি ববদে অযোধ্য বিতর্কে কিং খান শাহরুখকে মধ্যস্থতাকারী হিসাবে চেয়েছিলেন। সেই প্রস্তাবে শাহরুখ খান রাজিও হয়েছিলেন। এই ঐতিহাসিক মামলায় রায়দানকারি বেঞ্চে ববদে ছিলেন। বার অ্যাসোসিয়েশনের সভাপতি বিকাশ সিং এই কথা সাংবাদিকদের জানান। অসমের সুসন্তান প্রধান বিচারপতি রঞ্জন গগৈ অযোধ্য বিতর্কের অবসান ঘটান।









কোন মন্তব্য নেই