অমল গুপ্ত,গুয়াহাটি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর মাসিক, মন কি বাত, শীর্ষক আকাশ বাণীর জনপ্ৰিয় অনুষ্ঠান এ আজ শুভ মহাবীর জয়ন্তী তে দেশবাসীকে শুভেচ্ছা জ্ঞাপন করেন। দেশজুড়ে অতিমারী করোনা সংক্রমণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন দেশের মানুষ ধৰ্য্যের পরীক্ষা দিচ্ছে। এই পরীক্ষাতে সফলতা কামনা করে বলেন দেশ বাসী ঐক্যবদ্ধ ভাবে লড়ছে। সরকার দেশজুড়ে মুক্ত ভ্যাকসিন দেবার ব্যবস্থা করেছে। সরকার সবধরনের মদত দিচ্ছে। তাঁর কাতর আহ্বান কোভিড বিধি মেনে চলুন, মুখে মাস্ক, দুগজ দূরত্ব বিধি মেনে চলুন।ঘাবড়াবেন না।মিথ্যা গুজব ছড়াবেন না।পাড়ায় পাড়ায় সজাগতা গড়ে তুলুন। এই জটিল পরিস্থিতিতে দেশের ডাক্তার নার্স, এম্বুলেন্স ড্রাইভার সহ কোভিড সেনারা নিরলস ভাবে সেবা করে যাচ্ছেন। তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রধানমন্ত্রী আজ মন কি বাত অনুষ্ঠানে বুম্বাইএর ডাক্তার জোশি, নার্স ভাবনা জি , করোনা থেকে সুস্থ হযে উঠা সুরেখা জি, এম্বুলেন্স ড্রাইভার প্রেম বার্মার সঙ্গে কথা বলেন।তারা তাদের করোনা নিয়ে অভিজ্ঞতার কথা বলেন। তাদের কথাবার্তায় একটি নির্য্যাস উঠে এসেছে এই রোগ 14 থেকে 21 দিনের মধ্যে ভালো হয়ে যায়। ঘাবড়াবেন না।আতঙ্ক ছড়াবেন না। প্রতিবেশীর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। সাধারণ লক্ষণ দেখা দিলে নিজেকে পৃথকভাবে থাকার ব্যবস্থা করুন। গরম জল, যোগ ব্যায়াম পুষ্টিকর হালকা খাবার ,মাস্ক শারীরিক দূরত্ব বিধি মানা প্রভৃতি মেনে চললে এই রোগ থেকে সহজেই মুক্তি পাওয়া যাবে। এই রোগ স্থায়ীভাবে থাকে না।
কোন মন্তব্য নেই